1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারালিম্পিকস

৮ সেপ্টেম্বর ২০১২

লন্ডন প্যারালিম্পিকস আসরের সমাপ্তি লগ্নে চলছে পদক জয়ের তালিকা বিশ্লেষণ৷ তবে এবারের আসরে দেখা যাচ্ছে বিভিন্ন খেলায় গত আসরের সেরাদেরই আধিপত্য, রেকর্ড নিজের দখলে রাখার ক্ষেত্রে তাঁদের সাফল্য৷

epa03387247 (L-R) Silver medal winner Marie-Amelie le Fur of France, gold medalist Marlou van Rhun from the Netherlands and Germany' s Katrin Green following the women's 200m -T44 final at the olympic stadium in Stratford during the London 2012 Paralympic Games in London, Britain, 06 September 2012. EPA/ANDY RAIN
Katrin Green Paralympicsছবি: picture-alliance/dpa

ডাচ হুইলচেয়ার টেনিস তারকা এসথার ভেরগের লন্ডন আসরে ছিনিয়ে নিলেন তাঁর একটানা ৪৭০তম জয়৷ প্যারালিম্পিকস আসরে এটি তাঁর টানা চতুর্থ স্বর্ণ জয়৷ ইটন ম্যানোর-এর নীল হার্ডকোর্ট-এ আনিক ফন কুট'কে ৬-০, ৬-৩ সেটে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন ৩১ বছর বয়সি এসথার৷ তিনি বলেন, ‘‘আমি জানি যে, একদিন আমার হেরে যাওয়ার সময় আসবে৷ কিন্তু তা কখন আসছে সেটি আমি জানি না৷ আমি খেলা ভালোবাসি বলে এখনও খেলতে থাকবো৷ তবে কতোদিন খেলতে পারবো সে ব্যাপারে এখনও কোন ধারণা নেই৷''

এদিকে, আইরিশ দৌড়বিদ জ্যাসন স্মিথ ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে তাঁর বেইজিং এর সাফল্য ধরে রাখলেন৷ লন্ডন আসরে উভয় প্রতিযোগিতায় সেরা হয়ে দ্রুততম প্যারালিম্পিয়ান হিসেবে নিজের শ্রেষ্টত্বের পরিচয় দিলন স্মিথ৷ অন্যদিকে, রুশ বংশোদ্ভূত মার্কিন হুইলচেয়ার দৌড়বিদ ট্যাটিয়ানা ম্যাকফ্যাডেন ৫০০ মিটার দৌড়ে তাঁর তৃতীয় স্বর্ণ পদক জয় করেছেন৷

প্যারালিম্পিকে জার্মানির সাতারু ড্যানিয়েলা শুলটেছবি: picture alliance / dpa

এছাড়া অস্ট্রেলীয় দৌড়বিদ জ্যাকলিন ফ্রেনে জয় করেছেন তাঁর অষ্টম স্বর্ণ পদক৷ আর ব্রাজিলের ক্রীড়াবিদ ড্যানিয়েল ডায়াস এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ কাউড্রে লন্ডনে জয় করেছেন তাঁদের পঞ্চম স্বর্ণ পদক৷

তবে ১৩ বারের প্যারালিম্পিক স্বর্ণ পদক বিজয়ী সাঁতারু নাটালি ডু টয়েট এবার ১০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার এলি কোল-এর কাছে হেরে গেছেন৷ ফলে নিজের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হেরে কান্নায় ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকান এই তারকা৷ আর এলি'র কাছে হারের মধ্য দিয়েই সাঁতার থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ২৮ বছর বয়সি নাটালি৷ ২০০১ সালে স্কুটার দুর্ঘটনার আগ পর্যন্ত সুস্থ-সবল সম্ভাবনাময় সাঁতারু ছিলেন তিনি৷ কিন্তু সেই দুর্ঘটনার পর তাঁর বাম পা কেটে ফেলতে হয়৷ তবুও এতোদিন সাঁতারে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন কেপটাউন-এর এই তারকা সাঁতারু৷

এএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ