1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাব্বির ও মুশফিকের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

৪ সেপ্টেম্বর ২০১৭

দ্বিতীয় টেস্টের প্রথমদিনে সাব্বির ও মুশফিকের অর্ধশতকে ভর করে ৬ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ৷ সাব্বির আউট হয়েছেন ৬৬ রানে৷ মুশফিক ৬২ ও নাসির ১৯ রানে অপরাজিত আছেন৷

ছবি: Getty Images/R. Cianflone

ন্যাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা পড়েছিল বাংলাদেশ দল৷ ৭৯ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া স্পিনারকে দিয়ে ম্যাচের প্রথম ইনিংসে বোলিং উদ্বোধন করেছে তারা৷ এর ফল বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি উইকেটের পতন৷ তামিম, ইমরুল, মুমিনুল, সৌম্যকে স্পিন ফাঁদে ফেলে আউট করেন লায়ন৷ তাঁর প্রথম শিকার বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, যিনি ৯ রানে আউট হন৷ এরপর সৌম্য সরকার ৩৩ রানে লায়নের এলবিডাব্লিউ-এর ফাঁদে পা দেন৷ ইমরুল কায়েস মাত্র চার রান যোগ করে ফিরে যান৷ মুমিনুল হকের সংগ্রহ ৩৩ রান৷ এরপর অ্যাগারের বলে আউট হন সাকিব আল-হাসান৷ তাঁর সংগ্রহ ২৪ রান৷

সাব্বির আউট হন ৬৬ রানেছবি: Getty Images/R. Cianflone

এরপরই দলের হাল ধরেন সাব্বির রহমান৷ তাঁকে সঙ্গ দিয়ে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম৷ ইনিংসে বাংলাদেশকে প্রথম শত রানের জুটি এনে দিয়েছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান৷ তাদের ব্যাটে প্রথম ইনিংসে দুইশ ছাড়িয়ে যায় বাংলাদেশ৷ সিরিজে নিজের প্রথম অর্ধশতকে পৌঁছাতে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির৷ দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে অস্ট্রেলিয়া৷ বোলিংয়ে ফিরেই সাব্বির রহমানের উইকেটটি নেন বাংলাদেশের আতংক ন্যাথান লায়ন৷

সাব্বির আউট হওয়ার পর মুশফিককে সঙ্গ দিতে আসেন নাসির হোসেন৷ নাসির দিন শেষে ১৯ রানে অপরাজিত আছেন৷ সেইসঙ্গে বাংলাদেশের চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানের তালিকায় যোগ হল তাঁর নাম৷ ৭৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অফ স্পিনার লায়ন৷

অ্যাগারের বলে আউট হন সাকিব আল-হাসানছবি: Getty Images/R. Cianflone

ঢাকা টেস্ট জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ৷ চট্টগ্রামে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে চায় মুশফিকুর রহিমের দল৷ এমন আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নেমেছিল সাকিব-তামিমরা৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা৷

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন মুমিনুল হক, বাদ পড়েছেন শফিউল৷ দু'টি পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া দলে৷ অজিরা খেলছে এক বিশেষজ্ঞ পেসার আর তিন স্পিনার নিয়ে৷ চোট পেয়ে দেশে ফিরে যাওয়া পেসার জশ হেইজেলউডের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফ৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ