1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চামড়া শিল্পনগরীর অবস্থা

জাহিদুল হক১৩ মে ২০১৬

সরকারের উদ্যোগে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় গড়ে তোলা হচ্ছে চামড়া শিল্পনগরী৷ ২০০৩ সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়৷

হাজারীবাগের চর্ম কারাখানা
ছবি: DW

পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১,০৭৯ কোটি টাকা৷ শিল্পনগরীতে কারখানা থাকবে ১৫৫টি৷ থাকবে একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারও৷ এ লক্ষ্যে ব্যবসায়ীদের প্লট বরাদ্দ দিয়েছে সরকার৷ সেখানেই কারখানাগুলো গড়ে উঠছে৷ কিন্তু গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে, নির্মাণকাজ সন্তোষজনক নয়৷ অনেক ব্যবসায়ী হাজারীবাগ থেকে সাভারে যেতে আগ্রহী না থাকায় প্রথমদিকে প্লটের বরাদ্দ নিয়েও কারখানার নির্মাণকাজ শুরু করেননি বলে অভিযোগ উঠেছে৷ সাভারে কারখানা স্থানান্তর করতে সরকারের পক্ষ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে উকিল নোটিশও দেয়া হয়েছে৷

এপ্রিল মাসের শুরুতে বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, সাভারের শিল্পনগরীতে ১৫৫টি কারখানার কোনোটিরই নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি৷

অথচ হাজারীবাগ থেকে সাভারে চামড়াশিল্প সরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের কয়েকদফা আল্টিমেটাম দেয়া হয়েছে৷ সবশেষ দেয়া আল্টিমেটামের মেয়াদ শেষ হয়েছে এপ্রিলে৷

এপ্রিলের ৮ তারিখ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদন বলছে, নির্মিত হতে যাওয়া ১৫৫টি কারখানার প্রায় সবগুলোর প্রথম তলার ছাদ আংশিক ঢালাই সম্পন্ন হয়েছে৷ আর দ্বিতীয় তলার ঢালাই চলছে ১৩টিতে৷

চামড়া শিল্পনগরী প্রকল্পের পরিচালক আবদুল কাইউম জানিয়েছেন, বর্তমান প্রকল্পের পাশে আরও ২০০ বিঘা জমি অধিগ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ সেখানে শ্রমিকদের জন্য আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ব্যবস্থা করা হবে৷

সাভারের চামড়া শিল্পনগরী কি ঘুরে এসেছেন আপনি? এই নগরী কি হাজারীবাগের বিকল্প হয়ে উঠতে পারবে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ