1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

৯ জানুয়ারি ২০১৯

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বুধবার চতুর্থ দিনে গড়িয়েছে৷ সাভারে বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে৷

Bangladesch Proteste der Arbeiterinnen in Bekleidungsindustrie
ছবি: picture alliance/AP Photo

পুলিশ বলছে, প্রায় ১০ হাজার শ্রমিক সাভারের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেছিল৷ তাঁদের সেখান থেকে সরাতে জলকামান ব্যবহার করা হয় বলে এএফপিকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সানা সামিনুর রহমান৷ এর আগে প্রায় ৫০ হাজার শ্রমিক বুধবার কাজে যোগদান থেকে বিরত থাকেন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে৷ সাভারের উলাইল, আশুলিয়া, কাঠগড়া, জিরাবো, নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় এসব সংঘর্ষ হয়েছে৷ পরিস্থিতি আরো খারাপ হতে পারে এই আশঙ্কায় ঐ এলাকার কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে৷ 

পোশাক শ্রমিক বিক্ষোভ: ডিডাব্লিউ টিভির বিশ্লেষণ

03:25

This browser does not support the video element.

এদিকে, শ্রমিকরা পুলিশের উদ্দেশ্যে ইট, পাটকেল ছোড়ায় ‘বেশ কয়েকজন’ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রহমান৷

বিজিবি মোতায়েন

গাজীপুরের গাজীপুরা ও নাওজোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে   বিক্ষোভরত শ্রমিকদের কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির৷

টঙ্গীর বিসিক এলাকায়ও পোশাক শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানা গেছে৷

রবিবার থেকে শুরু হওয়া বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার সাভারের উলাইলে সুমন মিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হন৷ শ্রমিকরা বলছেন, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে৷ 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রণীত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন৷ এই কাঠামোতে বেতনের ১১টি গ্রেড করা হয়৷ এর মধ্যে শ্রমিকদের জন্য সাতটি ও কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয় চারটি গ্রেড৷ শ্রমিকদের প্রথম গ্রেডে মজুরি ধরা হয় ১৭ হাজার ৫১০ টাকা৷ আর সপ্তম গ্রেডে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় আট হাজার টাকা৷ এর মধ্যে মূল মজুরি চার হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া দুই হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা, খাদ্য ভাতা ৯০০ টাকা৷

বেতন কাঠামোতে শিক্ষানবিশ গ্রেডও রয়েছে৷ শিক্ষানবিশ শ্রমিকরা মাসে পাঁচ হাজার ৯৭৫ টাকা পাবেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ