1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রত্যাশিত' সামরিক আইন

২০ মে ২০১৪

কথাটা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার৷ দেশটির সেনাবাহিনী সেখানে সামরিক আইন জারির পর নিজের টুইটারে এভাবেই প্রতিক্রিয়া জানান থাকসিন৷ তবে এটা যেন গণতন্ত্রকে ‘ধ্বংস' না করে৷

ছবি: Reuters

সামরিক আইন জারির পর মঙ্গলবার ব্যাংককের রাস্তায় নামে থাই সেনারা৷ তারা ব্যাংককে বিক্ষোভরত পদচ্যুত থাই প্রধানমন্ত্রী ইংলাক ও তাঁর ভাই থাকসিন সিনাওয়াত্রার ‘লাল শার্ট' সমর্থকদের ঘিরে রেখেছেন৷ চলতি মাসের প্রথম দিকে আদালতের রায়ে ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতনের বিরোধিতা করে আসছে ‘লাল শার্ট' সমর্থকরা৷

এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কার্যালয়েও অবস্থান নিয়েছে থাই সেনারা৷ ‘জাতীয় নিরাপত্তা'-র স্বার্থে গণমাধ্যম সেন্সর করা হবে বলে জানিয়েছেন থাই সেনা প্রধান৷

তবে এই পরিস্থিতিকে অভ্যুত্থান বলতে রাজি নয় সেনাবাহিনী৷ তাঁদের পরিচালিত টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব পক্ষের জনগণের জন্য শান্তি ফিরিয়ে আনতে' সামরিক আইন জারি করা হয়েছে৷ প্রায় সাত মাসের রাজনৈতিক অচলাবস্থায় ২৮ জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার খবর দিয়ে ঐ বিবৃতিতে দাবি করা হয় ‘এটা কোনো অভ্যুত্থান নয়'৷ তাই ‘সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই৷ বরং এখনো তাঁরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে' – এই বলে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে বিবৃতিতে৷

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কার্যালয়েও অবস্থান নিয়েছে থাই সেনারাছবি: Reuters

তবে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ'-এর পাভিন চাচাভালপোঙপুন মনে করেন বর্তমান পরিস্থিতিটা অভ্যুত্থানেরই পূর্বসূচক৷

তত্ত্বাবধায়ক সরকারের প্রতিক্রিয়া

ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসে৷ সেই সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা বলছেন, সামরিক আইন জারির বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি৷ তিনি বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার এখনো বহাল আছে৷ সব কিছুই স্বাভাবিক, শুধু জাতীয় নিরাপত্তার বিষয়টি দেখছে সামরিক বাহিনী৷''

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র বলছে সামরিক আইন অবশ্যই ‘সাময়িক' হতে হবে৷ এদিকে, থাইল্যান্ডের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার জাপান বর্তমান পরিস্থিতিতে ‘চরম উদ্বেগ' প্রকাশ করেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ