দীর্ঘ সময় সামনে থেকে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ দেশকে এনে দিয়েছের বিশ্বকাপ জয়ের স্বাদ৷ ক্রিকেট মাঠের এ সুপার স্টার এবার যাচ্ছেন কাশ্মীরে৷ সামরিক উর্দি পরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন সেখানে৷
বিজ্ঞাপন
ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনা কর্মকর্তা হিসেবে কাশ্মীরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তিনি৷ সেখানে ভারতীয় বাহিনীর ১০৬ টিএ ব্যাটালিয়নের (প্যারা) সাথে যুক্ত হবেন তিনি৷
প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের সেনাবাহিনী ধোনিকে সম্মাননা হিসেবে লেফট্যানেন্ট কর্নেল পদবি প্রদান করেছিল৷ এ পদবির অংশ হিসেবে ধোনি কাশ্মীরে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে৷ দুই সপ্তাহের এ সময়টিতে ধোনি মূলত বিভিন্ন চৌকিতে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন৷
বিশ্ব ক্রিকেটে যতটা সফল, সেনাসদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ততটাই সাফল্য দেখাবেন বলে আশা করছেন ধোনির ভক্তরা৷
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি ৩৮ বছর বয়স্ক সাবেক এই ভারতীয় অধিনায়ক৷ এ নিয়ে তাঁর সমালোচনাও কম হয়নি৷ কেউ কেউ অবশ্য তাঁকে অবসরে যাওয়ার পরামর্শও দিচ্ছেন৷
আরআর/জেডএইচ (এএফপি, টাইমস অব ইন্ডিয়া)
৫ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...
মাইলস টু গো, বিফোর আই স্লিপ
তাঁদের কেউ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি৷ হিসেব বলছে, অনেক ক্রিকেটারের দেখা মিলবে না পরের বিশ্বকাপে৷ বয়স তো আটকে রাখা যায় না! শেষ বিশ্বকাপে কেউ সফল, কেউ ব্যর্থ৷ কিন্তু ক্রিকেটের গল্পে, তাঁরা বেঁচে থাকবেন আপন কীর্তিতে৷
ছবি: Getty Images/AFP/P. Ellis
মাশরাফী মোর্ত্তজা, বাংলাদেশ
তিন মাস পরে বয়সটা হবে ৩৬৷ বার বার ইনজুরিতে বিপর্যস্ত তিনি৷ তাঁর নেতৃত্বে বিশ্ব ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ৷ তাই মাশরাফী শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশে মাশরাফী এক আবেগের নাম৷ যিনি শরীর দিয়ে নয়, দলকে এগিয়ে নিতে মন আর প্রাণ উজাড় করে খেলেন৷ ২১৬টি ওয়ান ডে খেলে নিজের ঝোলায় উইকেট পুরেছেন ২৬৬টি৷
ছবি: Getty Images/AFP/S. Khan
এমএস ধোনি, ভারত
ক্যাপ্টেন কুলের নেতৃত্বে দ্বিতীয় দফায় বিশ্বকাপ জিতে ভারত৷ এবারও ফর্মের তুঙ্গে আছে দলটি, যদিও নেতৃত্বে নেই ধোনি৷ তবে অভিজ্ঞতাটা সতীর্থ কোহলির সঙ্গে ভাগ করে পাড়ি দিচ্ছেন সব বাধা৷ বয়স হয়েছে৷ গেইলকে বাদ দিলে বিশ্বকাপের এ আসরে ৩৮ বছর বয়সি ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর৷ তবুও দলের জন্য খেলছেন একজন ধোনি৷ বিশ্বকাপ খেলার ইতি ঘটছে এবার৷ এ পর্যন্ত ৩৪৮টি ম্যাচে তাঁর সংগ্রহ ১০ হাজার ৭২৩ রান৷
ছবি: Reuters/Action Images/A. Boyers
লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা
৩৫ বছর বয়সেও ধার কমেনি৷ এখনো দলের মূল স্ট্রাইক বোলার তিনি৷ কিন্তু ঝাঁকড়া চুলের এই পেসারকেও হয়ত ইতি বলতে হবে ক্রিকেটের নিয়মে৷ শ্রীলঙ্কার বহু অর্জনে জড়িয়ে থাকবেন মালিঙ্গা৷ ওয়ান ডের হিসেব বলছে, ২২৪ ম্যাচে ব্যাগে ভরেছেন ৩৩৪ উইকেট৷
ছবি: picture-alliance/dpa/empics/PA-Wire/S. Cooper
ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
প্রতিপক্ষ যে দলই হোক, গেইলকে নিয়ে ভাবতে হবেই৷ ৪০ ছুঁই ছুঁই বয়সেও উইলো কাঠ হাতে বড্ড ভয়ঙ্কর তিনি৷ ভাবলেশহীন মুখয়াববের এই ক্রিকেট-দানব গুঁড়িয়ে দিতে পারেন যেকোনো দলকেই৷ ২৯৮ ম্যাচে সংগ্রহ করে ফেলেছেন ১০ হাজার ৩৯৩ রান৷ এবার তিনি খেলে ফেললেন নিজের শেষ বিশ্বকাপ৷
ছবি: Reuters/Action Images/L. Smith
ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া
বয়স ৩৩ হতে খুব বাকি নেই৷ আগামী বিশ্বকাপে তাঁর খেলাটা অনিশ্চিত৷ চার বছর পর অস্ট্রেলিয়ার মতো দলে ৩৭ বছর বয়সে টিকে থাকাটা সত্যিই মুশকিল৷ এ পর্যন্ত ওয়ান ডে খেলেছেন ১১৪টি৷ ৪৫.৪১ গড়ে রান করেছেন চার হাজার ৮৫৯৷ এই বিশ্বকাপেও আছেন দারুণ ফর্মে৷ ৫১৬ রান নিয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় আছেন তৃতীয় স্থানে৷ সেমিফাইনাল পর্যন্ত আরো একটি খেলা বাকি আছে৷ টপকে যেতে পারেন সবাইকে৷
ছবি: Getty Images/AFP/P. Ellis
এয়ন মরগান, ইংল্যান্ড
ইদানিং দাপুটে ক্রিকেট খেলছে ইংল্যান্ড৷ নেতৃত্ব দিয়েই শুধু নয়, ব্যাট হাতেও প্রতিপক্ষকে সমান দুশ্চিন্তায় রাখছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মরগান৷ তার হাত ধরেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে দলটি৷ বয়সের হিসেবটা বলছে, আগামী বিশ্বকাপে হয়তো আর নামা হবে না মাঠের লড়াইয়ে৷ ২৩১ ম্যাচে ব্যাট হাতে করেছেন সাত হাজার ২৯৪ রান৷
ছবি: Getty Images/C. Mason
হাশিম আমলা, সাউথ আফ্রিকা
ওয়ানডে পরিসংখ্যান বলছে, ১৭৮ ইনিংসে তাঁর রান আট হাজার ১১৩৷ সাউথ আফ্রিকার অন্যতম নির্ভরতার প্রতীক তিনি৷ অনেক দুর্যোগ ব্যাট হাতে সামলে নিয়েছেন৷ পরের বিশ্বকাপে হয়ত আর দেখা যাবে না আমলাকে৷ এবারের আসরে আরো একবার বিশ্বকাপ ব্যর্থতা প্রকট হলো সাউথ আফ্রিকার৷ সেই ব্যর্থতা নিয়েই মিশন শেষ করছেন ৩৬ বছরের আমলা৷ হয়ত একই অবস্থা হতে যাচ্ছে ফাপ ডু প্লেসিসের ক্ষেত্রেও৷