সামরিক তদন্তে ইসরায়েল নির্দোষ বলে ঘোষণা
১৩ জুলাই ২০১০সেনাবাহিনীর নিযুক্ত তদন্ত কমিশনের প্রধান প্রাক্তন জেনারেল জিওরা আইল্যান্ড সোমবার স্বীকার করেন যে, কয়েকটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনকি উপরমহলেও৷ যেমন আগে থেকে ভালো খোঁজখবর থাকলে, এ'ধরণের রক্তপাত ঘটার কোনো কারণ ছিল না৷ অপরদিকে গাজার জন্য ত্রাণবাহী জাহাজটি আটকানোর প্রয়োজন ছিল, যা'তে হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপে অস্ত্রশস্ত্র পাচার না করা যায়৷
আইল্যান্ডের ভাষ্য অনুযায়ী জাহাজে অবস্থানকারী আন্দোলনকারীরা ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালিয়েছে, এমন লক্ষণ আছে৷ সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র দিয়েই তারা গুলি চালিয়েছে৷ সৈন্যরা জাহাজে ওঠার আগেই আন্দোলনকারীদের কাছে অন্তত একটি আগ্নেয়াস্ত্র ছিল৷ সৈন্যরা আত্মরক্ষার প্রয়োজনেই গুলি চালিয়েছে৷ - ত্রাণপোতটির তুর্কি উদ্যোক্তারা কিন্তু বলেছেন যে, জাহাজের আরোহীরা প্রথমে গুলি চালায়নি৷ এবং তারা সৈন্যদের কাছ থেকে যে সব অস্ত্রশস্ত্র কেড়ে নেয়, সেগুলি সাগরের জলে ফেলে দেওয়া হয়েছিল৷
অপরদিকে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজিয়ার আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংগঠন নামধারী একটি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন৷ সংগঠনটি জার্মানিতে নথিভুক্ত এবং এখান থেকে হামাস'কে সাহায্য করে থাকে, বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রকাশ৷ জার্মানে আইএইচএইচ আদ্যক্ষরযুক্ত সংগঠনটি বিগত তিন বছেরে হামাসের সমাজকল্যাণমূলক সমিতিগুলিকে ৬৬ লাখ ইউরো পাঠিয়েছে৷ জার্মান গুপ্তচর বিভাগের খবর অনুযায়ী আইএইচএইচএর পিছনে রয়েছে মিলি গোয়রুস নামধারী একটি প্রধানত তুর্কি সংগঠন, যাদের জার্মানিতে প্রায় ৩০,০০০ সদস্য আছে৷ অপরদিকে তুরস্কেও একটি আইএইচএইচ সংগঠন আছে বলে প্রকাশ৷
স্বরাষ্ট্রমন্ত্রী ডে মেইজিয়ার বলেছেন, যে সব সংগঠন জার্মানির মাটি থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের বিরুদ্ধে কাজ করে, তারা তাদের সমিতি গড়ার অধিকার হারিয়েছে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই