1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিদক্ষিণ কোরিয়া

সামরিক প্রশিক্ষণে বিটিএসের জে-হোপ

১৯ এপ্রিল ২০২৩

দক্ষিণ কোরিয়ায় সমর্থ সবার জন্য ১৮ থেকে ২১ মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সে কারণে মঙ্গলবার সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জে-হোপ৷

কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্যরা৷ ডান থেকে প্রথমে জে-হোপ
কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্যরা৷ ডান থেকে প্রথমে জে-হোপছবি: Matt Winkelmeyer/Getty Images

রাজধানী সৌল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন জে-হোপ৷ এই সময় তার সমর্থকেরা তার ছবি নিয়ে ঐ এলাকায় উপস্থিত হয়েছিলেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ মোতায়েন করতে হয়েছিল৷

এর আগে সোমবার সমর্থকদের এক প্ল্যাটফর্মে জে-হোপ বলেন, ‘‘আমি পরে ফিরে আসবো৷''

কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জে-হোপছবি: YNA/dpa/picture alliance

বিটিএস-এর দ্বিতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন জে-হোপ৷ গত ডিসেম্বরে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেন ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন৷

অ্যাথলিট ও সংগীত শিল্পীদের একটি অংশ কিছু শর্তে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে রেহাই পেয়ে থাকেন৷ তবে কে-পপ শিল্পীরা এই সুযোগ পান না৷

২০২৫ সালের মধ্যে বিটিএস-এর সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করার পরিকল্পনা করছে বলে ব্যান্ডের এজেন্সি গতবছর জানিয়েছিল৷

জেডএইচ/কেএম (এপি, রয়টার্স)

বিটিএস এর প্রথম কনসার্টে মাতোয়ারা দর্শক

02:26

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ