উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়াতে চাইছেন কিম জং উন। সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদমাধ্যমে।
বিজ্ঞাপন
সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। বৃহস্পতিবার দেশের সরকারি সংবাদমাধ্যম একটি খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে বক্তৃতা করার সময় কিম জং উন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সুরক্ষা বৃদ্ধির জন্যই এ কাজ করা প্রয়োজন। দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি।
সাধারণত পাঁচ বছরে একবার ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা। সেই অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের পরিকল্পনা নেওয়ার কথা। তবে উত্তর কোরিয়ায় শেষবার তা হয়েছিল ২০১৬ সালে। ৩৫ বছর পর তা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর আচমকাই কংগ্রেসের কথা ঘোষণা করেন কিম। সেখানে এই প্রথম সামরিক পোশাকে তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অ্যামেরিকায় নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগে তাদের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন কিম। সে কারণেই সামরিক শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।
রাতে সামরিক কুচকাওয়াজ, উপস্থিত কিম জং উন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে ১০ অক্টোবর সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল রাজধানী পিয়ং ইয়ং এ৷ উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷
ছবি: Reuters/KCNA
ক্ষেপাণাস্ত্র প্রদর্শন
উত্তর কোরিয়া সাধারণত তাদের নতুন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র প্রদর্শন করতেই কুচকাওয়াজের আয়োজন করে থাকে৷ এই কুচকাওয়াজে দূরপাল্লার নানারকম সমরাস্ত্র প্রদর্শন হয়৷
ছবি: Reuters/KCNA
সারি সারি সেনা
৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে প্যারেডে অংশ নেয় সেনারা৷
ছবি: Reuters/KCNA
কিম জং উন
কিম ইল সাং স্কয়ারে হাসি মুখে হাজির ছিলেন তিনি৷ সামরিক কর্মকর্তা পরিবেষ্টিত, ধূসর স্যুট ও টাই পরা উত্তরের এ শীর্ষ নেতা পরে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন এবং শিশুদের কাছ থেকে ফুল গ্রহণ করেন৷
ছবি: Reuters/KCNA
বিদেশি গণমাধ্যম অনুপস্থিত
অনুষ্ঠানে কোনো বিদেশি গণমাধ্যম বা বিদেশিদের অংশগ্রহণের অনুমতি ছিল না৷
ছবি: Reuters/KCNA
মাস্কহীন সবাই
অনুষ্ঠানে যাঁরা ছিলেন, তাঁদের কারও মুখে মাস্ক ছিল না৷
ছবি: Reuters/KCNA
উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজ
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে ১০ অক্টোবর সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল৷ উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷
ছবি: Reuters/KCNA
বিশাল আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন
রাতে অনুষ্ঠিত বিরল এক সামরিক কুচকাওয়াজে বিশাল আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া৷
ছবি: imago images/UPI Photo/KCNA
অন্যবারের তুলনায় জনসমাগম কম
অন্য সময় সামরিক কুচকাওয়াজে যত মানুষ উপস্থিত থাকেন, করোনার কারণেই হয়ত এবার সেই সংখ্যাও ছিল অনেক কম৷
ছবি: Reuters/KCNA
দুই বছরে প্রথম
গত দুই বছরে এটি দেশটির প্রথম সামরিক কুচকাওয়াজ৷
ছবি: Reuters/KCNA
দুই ঘণ্টার আয়োজন
দুই ঘণ্টাব্যাপী চলে এ আয়োজন৷ তবে কুচকাওয়াজের জন্য কেন এ সময় বেছে নেওয়া হয়েছে তা জানা যায়নি৷
ছবি: Reuters/KCNA
রাস্তায় সাধারণ মানুষ
পিয়ং ইয়ং এ রাতের আতশবাজি দেখতে পতাকা নিয়ে রাস্তায় হাজির হয়েছিলেন সাধারণ মানুষ৷
ছবি: Reuters/KCNA
সাধারণ মানুষ
কেবল সেনারাই না, সাধারণ মানুষও অংশ নিয়েছিল এই প্যারেডে৷ কিম ইল সাং স্কয়ারে কয়েকশ’ মানুষ এই আয়োজনে অংশ নেন৷
ছবি: Reuters/KCNA
গান স্যালুট
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে গান স্যালুট দেয়া হয়৷
ছবি: Reuters/KCNA
13 ছবি1 | 13
সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় পরমাণু অস্ত্রের বিষয়টিও আছে কি না, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বস্তুত, ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিমের সঙ্গে বৈঠক করেছিলেন। পরমাণু অস্ত্র নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছিল। যদিও সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি। তবে ট্রাম্পের আমলে কিমও খুব বেশি পরমাণু অস্ত্রের কথা তোলেননি। নতুন প্রেসিডেন্ট আসার মুখে ফের সেই বিষয়টিকে কিম উসকে দিতে চাইছেন বলে কোনো কোনো মহল মনে করছে।
দুই দিন আগে ওই কংগ্রেসেই দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন কিম। স্বীকার করেছিলেন, অর্থনীতি নিয়ে তিনি যা ভেবেছিলেন, বাস্তবে তা হয়নি। দেশ যে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে, কার্যত তা মেনে নিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। তবে আগামী দিনে সেই ভুল শুধরে নিয়ে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।