1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক সম্পর্ক আরো গভীর করতে চান এর্দোয়ান ও পুটিন

৯ এপ্রিল ২০১৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানকে মস্কোতে স্বাগত জানিয়েছেন৷ দুই শীর্ষ নেতা তুরস্কের কাছে রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করেছেন৷

Russland Moskau Treffen Wladimir Putin und Tayyip Erdogan
ছবি: picture-alliance/AP Photo/A. Zemlianichenko

 যা মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে৷

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান সোমবার মস্কো পৌঁছেন৷ চলতি বছর দেশটিতে এটি তাঁর তৃতীয় সফর৷ বারংবার রাশিয়া সফরের মাধ্যমে এর্দোয়ান যুক্তরাষ্ট্রকে ‘কলা দেখাচ্ছেন' বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

এর্দোয়ান এমন এক সময়ে দেশটি সফর করছেন যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল' কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করেছেন৷ পেন্স বলেছেন, তুরস্ক রাশিয়ার সঙ্গে এসংক্রান্ত চুক্তি বাতিল না করে দেশটির ন্যাটো সদস্যপদ এবং এফ-৩৫ ফাইটার প্রোগ্রামে অংশগ্রহণ ঝুঁকির মধ্যে ফেলছে৷

এর্দোয়ান অবশ্য মার্কিন চাপকে তোয়াক্কা করছেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এস-৪০০ ইস্যুতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাতে বদ্ধপরিকর৷ আমরা এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি৷''

এদিকে, ক্রেমলিনে এর্দোয়ানকে পুটিন বলেছেন, ‘‘ রাশিয়া এবং তুরস্ককে  সামরিক-কারিগরি পরিমণ্ডলে সহযোগিতা আরো মজবুত করতে হবে৷ আর এক্ষেত্রে সবার আগে তুরস্ককে এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহের চুক্তি সম্পন্ন করতে হবে৷''

রাশিয়া সফরকালে রুশ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন এর্দোয়ান৷ তুরস্কে বিনিয়োগে আগ্রহী দেশটির ব্যবসায়ীদের বিভিন্নক্ষেত্রে ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ দুই নেতার মধ্যকার বৈঠকে রাশিয়া থেকে তুরস্কে গ্যাস রপ্তানির জন্য পাইপলাইন নির্মাণের কাজ শেষ করাসহ তুরস্কে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং সিরিয়া ইস্যুতে পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়েছে৷

এআই/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ