1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক সাফল্যের ভুয়া ভিডিও ধরবেন যেভাবে

১৩ এপ্রিল ২০২২

চলমান ইউক্রেন যুদ্ধে লিপ্ত দুই পক্ষেরই সামরিক সাফল্যের ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে৷ এর মধ্যে কোনোটি ভাইরালও হচ্ছে৷ কোনো ভিডিও ভুয়া কিনা তা জানার কিছু পদ্ধতি আছে৷

Ukraine | Ukrainische Soldaten auf einem Panzer in Trostsyanets
ছবি: Efrem Lukatsky/AP/picture alliance

ইউক্রেনের সামরিক বাহিনীর সমর্থনে টুইটারে একটি অ্যাকাউন্ট (@ArmedForcesUkr) আছে৷ তবে এটি টুইটার কর্তৃক ভ্যারিফায়েড বা পরীক্ষিত নয়৷ এই অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা প্রায় সাড়ে চার লাখ৷ সেখানে শনিবার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়৷ সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর রিজার্ভ ফোর্সের একটি হিট গান যুক্ত করা হয়৷ এছাড়া রুশ সৈন্যদের অবমাননা করতে ‘ওর্কস' অর্থাৎ মানুষরূপী রাক্ষস শব্দটি ব্যবহার করা হয়েছে৷

ভিডিওতে বিস্ফোরণ, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ১৬টি আলাদা দৃশ্য ব্যবহার করা হয়েছে৷ ড্রোন হামলা, রাস্তার পাশে লুকিয়ে থেকে বোমা হামলা ও স্নাইপার অ্যাটাকের দৃশ্য আছে ঐ ভিডিওতে৷

কিন্তু ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর যে সাফল্য তুলে ধরা হয়েছে তা কি ঠিক?

রায়: বিভ্রান্তিকর

ডয়চে ভেলে ভিডিও ক্লিপে ব্যবহৃত ১৬টি দৃশ্যের উৎসের খোঁজ করেছে৷ এর মধ্যে ছয়টি ইউক্রেন যুদ্ধের নয় বলে নিশ্চিত হওয়া গেছে৷ এই ছয়টির মধ্যে একটিতে যেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষতা দেখানোর কথা বলা হচ্ছে, সেটিতে আসলে রুশ স্নাইপারদের দেখা যাচ্ছে৷ বাকি ১০টি দৃশ্য হয়ত ঠিক হতে পারে, কিন্তু সে ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি৷

ছবি: Twitter

ভিডিওর প্রথম ও শেষ দৃশ্যগুলো ২০২০ সালের অক্টোবরে প্রথম অনলাইনে প্রকাশিত হয়৷ সেই সময় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছিল৷ অন্তত একটি দৃশ্য আজারবাইজানের সামরিক বাহিনীর অফিসিয়াল ফুটেজ বলে নিশ্চিত হওয়া গেছে৷ ঐ দৃশ্যে বায়রাকতার ড্রোন দিয়ে হামলা চালাতে দেখা যাচ্ছে৷ ইউক্রেনও এই ড্রোন যুদ্ধে ব্যবহার করছে৷

এছাড়া ভিডিওর ২৭তম সেকেন্ডে নাইট-ভিশন ফুটেজ ব্যবহার করা হয়েছে৷ ২০২০ সালের ফেব্রুয়ারিতে একটি রুশ অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম ভিকন্টাক্টে ও টেলিগ্রামে ফুটেজটি প্রথম প্রকাশ করা হয়েছিল৷ এতে সিরিয়ায় রাশিয়ার স্পেশাল ফোর্সকে কাজ করতে দেখা যাচ্ছে বলে ঐ পোস্টে দাবি করা হয়েছিল৷ এছাড়া ফুটেজটি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে বলেও জানানো হয়েছিল৷ নীচের ছবিটি দেখুন৷

ছবি: Twitter/Telegram

৪৩ সেকেন্ডের ভিডিওর মধ্যে মাত্র ২৭ সেকেন্ড ধরে ইউক্রেন যুদ্ধ শুরুর পরের ফুটেজ ব্যবহার করা হয়েছে৷ অর্থাৎ পুরো ভিডিওর এক-তৃতীয়াংশই ভুয়া৷

ঐ ২৭ সেকেন্ডের মধ্যে কিছু দৃশ্য মধ্য-মার্চে মারিউপলে ইউক্রেনের হামলার বলে দাবি করা হয়েছে৷ এসব দৃশ্যে @polkazov জলছাপ দেখা যাচ্ছে৷ ইউক্রেনের আজভ ব্যাটালিয়নের গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত ভিডিওর জলছাপেও @polkazov দেখা গেছে৷

আলোচিত ভিডিওর কিছু দৃশ্যে খেয়ারসন শহরে ড্রোন হামলার সংকলন দেখা যাচ্ছে৷ ইউক্রেনের সামরিক বাহিনী ১৮ মার্চ এটি ইউটিউবে প্রকাশ করেছিল৷

আরেক দৃশ্যে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি, ডিফেন্স অ্যাণ্ড ইন্টেলিজেন্স কমিটির এক সদস্যের ২৭ মার্চ টেলিগ্রামে প্রকাশ করা অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হামলা দেখা যাচ্ছে৷

যেভাবে আসল ভিডিও খুঁজে পাওয়া যায়

ভিডিওতে দেখানো ১৬টি দৃশ্যের প্রতিটির স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে মূল ভিডিওর সন্ধান করেছে ডয়চে ভেলে৷ এরপর এই ভিডিওগুলোর কোনোটি ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা, তা জানার চেষ্টা করেছে৷ টিনআই, ইয়ানডেক্স ভিজুয়াল সার্চ এবং রেভআই-এর মতো ব্রাউজার প্লাগ-ইনস ব্যবহার করে এসব কাজ করা যায়৷

মিশায়েল ট্রোব্রিজ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ