1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালোবাজারে টিকেট

৭ আগস্ট ২০১২

অবশেষে ট্রেনের টিকেটে কালোবাজারি ধরা পড়ল৷ আর তা যোগাযোগ ও রেলমন্ত্রীর সামনেই৷ এর সঙ্গে আছে অব্যবস্থাপনার অভিযোগ৷ তবে রেলের কর্তাব্যক্তিদের কথা, তারা কোনো অভিযোগ পাচ্ছেন না৷

Bangladeshi Muslims try to board an overcrowded train as they head home ahead of Eid al-Fitr, in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 30, 2011. Eid al-Fitr marks the end of the fasting month of Ramadan. (Foto:Pavel Rahman/AP/dapd)
ছবি: dapd

ট্রেনের অগ্রিম টিকেটের জন্য যে লম্বা লাইন, সেই লাইনেই আছে টিকেট কালোবাজারি৷ তারা প্রতিদিনই লাইন ধরে টিকেট কিনে তা আবার চড়া দামে কালো বাজারে বিক্রি করে৷ আর লাইনে দাঁড়িয়ে থাকা প্রকৃত যাত্রীদের কেউ কেউ টিকেট পাচ্ছেন না৷ আজ কমলাপুর রেল স্টেশনে মন্ত্রীর উপস্থিতিতে হাতে নাতে ধরা পড়েন এরকম এক কালোবাজারি৷ আর রেল পুলিশের কর্মকর্তা মোস্তাক আহমেদও স্বীকার করলেন এই কালোবাজারির কথা৷

এরই মধ্যে চলছে ঈদে ঘরমুখো মানুষের আগাম টিকেট কেনার চেষ্টা৷ লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়েও তারা নিশ্চিত নন যে টিকেট পাবেন কিনা৷ তাদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে সিরিয়াল অনুযায়ি টিকেট পান না৷ সিরিয়াল পড়ে যায় পিছনে৷ প্রশ্ন: তাহলে আগের সিরিয়ালের টিকেট যায় কোথায়?

টিকেট সংগ্রহ করতে গিয়ে মহিলারা বিপাকে পড়ছেন ৷ কারণ তাদের জন্য মাত্র ২টি কাউন্টার৷ আর প্রতিবন্ধিদের জন্য আলাদা কোনো কাউন্টার নেই৷ তাদের মহিলাদের কাউন্টার থেকেই টিকেট দেয়া হচ্ছে৷ তবে এসব অভিযোগ আর অব্যবস্থাপনার কথা মানতে রাজি নন স্টেশন ম্যানেজার হবিবুর বাসার৷

আর যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের কমলাপুর রেল স্টেশন পরিদর্শনের পর জানান সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবাইকেই রেলের টিকেট দেয়ার চেষ্টা করা হবে৷ তবে এবার কোনো যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতে পারবে না৷

এদিকে ট্রেনের টিকেট পাওয়া যাবে না ভেবে অনেকই এখন বাসে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করছেন৷ আর পরে ভীড় হবে ভেবে কেউ কেউ ঈদের বেশ আগেই বাড়ি চলে যাচ্ছেন৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট নামান হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ