করোনা-কালে বহু বিধিনিষেধ আরোপ করেছিল মক্কা। এবার ধীরে ধীরে তা তুলে দেওয়া হচ্ছে। বন্ধ হলো সামাজিক দূরত্ব মানার বিধি।
বিজ্ঞাপন
করোনাকালে বেশ কিছুদিন সাধারণ দর্শকের জন্য বন্ধ ছিল মক্কা-মদিনা। পরে তা খুললেও একাধিক নিয়ম পালন করতে হচ্ছে। রোববার থেকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, সামাজিক দূরত্বের বিধি আর মানতে হবে না। অর্থাৎ, আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন একসঙ্গে মসজিদে ঢুকতে পারবেন।
সৌদি আরবে বিশ্ববাসীর করোনামুক্তি ও টিকার জন্য প্রার্থনা
দ্বিতীয়বারের মতো বিশেষ ব্যবস্থায় সৌদি আরবে বসবাসরত সীমিত সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম পেলেন হজ পালনের সুযোগ৷ আরাফাতের ময়দানে প্রার্থনায় অংশ নিয়ে তারা বিশ্ববাসীর জন্য মহামারি ও সংকটমুক্তির প্রার্থনা জানান৷
ছবি: Amr Nabil/AP/picture alliance
আরাফাতের ময়দানে
মাস্ক পরিহিত হাজারো মুসলিম সোমবার আরাফাতের ময়দানে হাজির হন৷ মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান তারা৷
ছবি: Ahmed Yosri/REUTERS
৬০ হাজার
এবার হজের অনুমতি পেয়েছেন ৬০ হাজার সৌদি নাগরিক ও বাসিন্দা৷ ১৮ থেকে ৬৫ বছর বয়সি টিকাপ্রাপ্তরাই শুধু হজ পালনের অনুমতি পেয়েছেন৷
ছবি: Saudi Ministry of Media/REUTERS
সৌভাগ্যবানদের একজন
ফিলিস্তিনের নাগরিক উম আহমেদ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করেন৷ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘হজ পালনের সুযোগ পেয়ে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি৷ করোনার কারণে বিশ্ব যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার থেকে মুক্তির জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি৷’’
ছবি: Ahmed Yosri/REUTERS
দূরত্ব
হাজিরা দুই মিটার দূরত্ব বজায় রেখে প্রার্থনায় অংশ নেন৷ ভারত থেকে আগত কামির উল্লাহ শেখ বলেন, তার দেশ করোনায় যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে কারণে প্রার্থনা করেছেন৷ আল্লাহর কাছে নিবেদন করেছেন যাতে সবাই দ্রুত টিকা পায়৷
ছবি: Ahmed Yosri/REUTERS
বর্ণবাদমুক্তি
যুক্তরাষ্ট্রের নাগরিক হাফিজ কাদিকুও বসবাস করেন সৌদি আরবে৷ তিনি সবার জন্য সৌহার্দ্যপূর্ণ এক পৃথিবী কামনা করেছেন৷ বলেন, ‘‘চারদিকে প্রবল বর্ণবাদ...আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে প্রত্যেকে প্রত্যককে ভালোবাসে৷’’ ছবিতে আরাফাতের ময়দানে এক হাজিকে দোয়া করতে দেখা যাচ্ছে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
ভিন্ন আরাফাত
করোনার আগের বছরগুলোতে আরাফাতের ময়দানে জড়ো হতেন ২০ লাখ মানুষ৷ প্রচণ্ড গরমে তাদের প্রত্যেককে গাদাগাদি করে অবস্থান করতে হতো সেখানে৷ তবে এবার চিত্রটা ভিন্ন৷
ছবি: Amr Nabil/AP/picture alliance
খুতবা
হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ খুতবা৷ আরাফাতের ময়দানের হাজিদের উদ্দেশে খুতবা পাঠ করেন শেখ বান্দার বালিলাল৷ এ সময় তিনি হজের নিরাপত্তা ও করোনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ায় সৌদি সরকারের প্রশংসা করেন৷
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
আগামীর প্রত্যাশা
হজে অংশ নেয়া সিরিয়ার নাগরিক মাহের বারুদি বলেন, ‘‘প্রথম প্রার্থনা আল্লাহ যেন মহামারি তুলে নেন, সমস্ত মানুষ ও মুসলিমদের এই অভিশাপ ও কষ্ট থেকে রেহাই দেন, যাতে পরবর্তী বছরে সবাই হজে অংশ নিতে পারেন এবং লাখো মানুষ এই পবিত্র স্থানে জড়ো হতে পারেন৷’’ ছবিতে এক হাজিকে আরাফাত ময়দানের ছবি তুলতে দেখা যাচ্ছে৷
ছবি: Ahmed Yosri/REUTERS
8 ছবি1 | 8
মসজিদ চত্বরের মেঝেতে সামাজিক দূরত্ব মানার যে লাইন আঁকা হয়েছিল, রোববার তা-ও মুছে ফেলা হয়। তবে মসজিদে ঢোকার সময় মাস্ক পরা বাধ্যতামূলক। শুধু তাই নয়, দুইটি টিকা নেওয়া থাকলে তবেই মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া যাবে। রোববার সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা এসপিএ এই খবর জানিয়েছে।
নিয়ম খানিকটা শিথিল হলেও কাবার চারধারে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এখনই তা তুলে ফেলা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। করোনাকাল শুরু হওয়ার পর এই প্রথম দর্শনার্থীদের পুরোদস্তুর মসজিদে ঢোকার অনুমতি দিলেন কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, এর ফলে আগামী কিছুদিন মানুষের ঢল নামবে এই পবিত্র মসজিদে।
সৌদি আরবের নাগরিকদের জন্যও বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। আগেই খেলার মাঠগুলি খুলে দেওয়া হয়েছিল। এবার সেখানে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হলো। পাশাপাশি বলা হয়েছে, খোলা জায়গায় মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। তবে ভিড় থাকলে মাস্ক পরতেই হবে।
বিশ্বের পরিস্থিতি
সৌদি যখন করোনার নিয়ম শিথিল করছে, তখন বিশ্বের কোনো কোনো দেশে ফের করোনা সংক্রমণের হার বেড়েছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ। জুলাই মাসের পর রোববার যুক্তরাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। তবে অস্ট্রেলিয়ায় সংক্রমণ আগের চেয়ে কমেছে। তারাও লকডাউন তুলে দিয়েছে সম্প্রতি। খোলা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত।