1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দুর্নীতি

সঞ্জীব বর্মন২১ নভেম্বর ২০১২

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ৯৭ শতাংশ সংসদ সদস্যই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে' জড়িত৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নানা প্রশ্ন তুলে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷

ছবি: DW

ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন৷ তিনি বলেন, টিআইবি'র একমাত্র উদ্দেশ্য হলো, সংসদ আরও কার্যকর হোক৷ সংসদের যে সম্মানিত সদস্যগণ রয়েছেন, তাঁদের যে প্রত্যাশিত ভূমিকা সেটি পালনে যেন আরও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়৷

MMT Interview Dr. Iftekharuzzaman - MP3-Mono

This browser does not support the audio element.

৯৭ শতাংশ সংসদ সদস্যই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে' জড়িত – টিআইবি'র এমন দাবি নিয়ে অনেক মহলে সংশয় দেখা দিচ্ছে৷ ড. ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে মনে করিয়ে দেন, যে এ ক্ষেত্রে সম্মানিত তথ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে৷ সামাজিক বিজ্ঞান গবেষণার প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি অনুযায়ী এই কাজ করা হয়েছে৷ প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্রের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করেছে টিআইবি৷ তথ্যের গ্রহণযোগ্যতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জার্মানি ভিত্তিক এই প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার এই প্রতিবেদন প্রত্যাখ্যানের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা মূল কার্যালয়ে জানানো হবে৷ এ প্রসঙ্গে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সংসদের সার্বভৌমত্ব জনগণের ভোটের থেকে প্রাপ্ত৷ ফলে সংসদ সক্রিয়ভাবে এমন অবস্থান নিতেই পারে৷ তবে টিআইবি'র বাংলাদেশ শাখা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য বা সিদ্ধান্তগুলি যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, এটাই কাম্য৷ না হলে দেশের ভাবমূর্তির ক্ষতি হবে৷ বার্লিনে টিআই'র মূল কার্যালয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করা যেতে পারে৷ টিআইবি সংসদের যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে শ্রদ্ধাশীল৷ ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘সংসদ টিআইবি'র কাছে কোনো তথ্য চাইলে বা তলব করলে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাতে সাড়া দেব৷''

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মূল কার্যালয়ে অভিযোগ করতে চান তথ্যমন্ত্রী

বিরোধী দলের কয়েকজন টিআইবি'র প্রতিবেদনকে প্রথমে স্বাগত জানিয়ে বলেছিলেন, এতে তাদের বক্তব্যের প্রতিফলন ঘটেছে৷ কিন্তু পরে যখন রিপোর্টে বিরোধী দলের কিছু সম্মানিত সদস্যদের সম্পর্কেও নেতিবাচক পর্যবেক্ষণ দেখা গেল, তার পর থেকে টিআইবি আর কিছু শোনে নি৷ তা সত্ত্বেও শোনা যাচ্ছে, টিআইবি বিরোধী দলকে ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে৷ এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ