1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামাজিক ব্যবধান মেনে মোটরসাইকেল!

১ মে ২০২০

করোনা সংকটে সামাজিক ব্যবধানের নিয়ম মেনে মেয়ের স্কুলে যাতায়াত সহজ করতে অভিনব এক মোটরসাইকেল তৈরি করেছেন ত্রিপুরার এক ব্যক্তি৷ খোদ মুখ্যমন্ত্রীও এমন উদ্যোগের প্রশংসা করেছেন৷

ছবি: Getty Images/AFP/A. Saha

‘সাপও মরবে, লাঠিও ভাঙবে না’ – এমন সমাধানসূত্র কে না চায়! করোনা সংকটের কারণে লকডাউনের কড়া নিয়ম না মানলে ভারতে পুলিশের হাতে শাস্তির ভয়ে বেশিরভাগ মানুষ ঘরবন্দি রয়েছেন৷ হেঁটে বেশিদূর যাওয়া কঠিন৷ এদিকে গাড়িঘোড়াও কম৷ থাকলেও সেখানে সামাজিক ব্যবধান মানা কার্যত অসম্ভব৷ এই সমস্যার চমৎকার সমাধান বার করেছেন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার তরুণ পার্থ সাহা৷

পার্থ এমন এক মোটরবাইক তৈরি করেছেন, যেটির উপর চালক ও সহযাত্রীর মধ্যে এক মিটার ব্যবধান বজায় থাকবে৷ আসলে প্রথমে তিনি একটি পরিত্যক্ত মোটরবাইক কিনে নেন৷ তারপর ইঞ্জিন খুলে নিয়ে যানটিকে দুই ভাগে ভাগ করেন৷ মাঝে এক মিটারের একটু দীর্ঘ রড বসিয়ে দুই অংশ আবার জোড়া দেন৷ বিকল ইঞ্জিন সরিয়ে ব্যাটারি ইউনিট বসিয়েছেন পার্থ৷ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চলতে পারে অভিনব এই মোটরবাইক৷ ব্যাটারি চার্জ করতে তিন ঘণ্টা সময় লাগে৷

বাড়ির গ্যারেজে ব্যস্ত পার্থ সাহাছবি: Getty Images/AFP/A. Saha

৩৯ বছর বয়সী পার্থ স্কুলের গণ্ডী পেরোতে পারেন নি৷ মেকানিক হিসেবে কাজ করেন তিনি৷ নতুন বাইকটি বানিয়ে তিনি খুব খুশি৷ সংবাদ সংস্থা এএফপি-কে পার্থ বলেন, লকডাউনের নিয়ম মেনে এক মিটার দূরত্ব বজায় রেখে তিনি আট বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পথে বেরোতে পারছেন৷ তাকে স্কুলে পৌঁছে দিতে এবং তুলে আনতে সুবিধা হচ্ছে৷ বিপজ্জনক এই পরিস্থিতিতে স্কুল বাসের মধ্যে মেয়েকে দেখতে চান না তিনি৷

করোনা সংকটের মোকাবিলা করতে ভারত সরকার আচমকা লকডাউন ঘোষণা করায় বেশিরভাগ মানুষের মতো পার্থও সমস্যায় পড়েছিলেন৷ তারপর লকডাউনের মেয়াদ কমপক্ষে ৩রা মে পর্যন্ত বাড়ানোর পর তিনি বুঝলেন, এই সংকট দ্রুত কেটে যাবার সম্ভাবনা নেই৷ তাই সঞ্চয়ের সামান্য অর্থ দিয়ে তিনি বাতিল মোটরবাইকটি কেনেন৷

বলা বাহুল্য, এই বাইক নিয়ে পথে বেরোলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকেন৷ ডিজাইন দেখে অনেকে প্রশংসাও করছেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এমন উদ্যোগ দেখে অভিভূত৷ এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘‘নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনসন! কোভিড-১৯ মহামারির সময় এমন অসাধারণ মোটরসাইকেল তৈরির জন্য আমি পার্থ সাহাকে অভিনন্দন জানাচ্ছি৷’’

এসবি/কেএম (এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ