1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে সামাজিক মাধ্যমের প্রভাব

ক্রিস্টিনা ইগনাটৎসি/জেডএইচ১০ মে ২০১৩

আগামী সেপ্টেম্বরে জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাই রাজনীতিবিদরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁদের উপস্থিতি বাড়াচ্ছেন৷ কারণ, নির্বাচনে এই মাধ্যমগুলোর প্রভাব নিয়ে এখন আর বিতর্ক নেই৷

ছবি: picture-alliance/dpa

২০০৯ সালের নির্বাচনে এই মাধ্যমগুলোর ব্যবহার শুরু হয়েছিল কিছুটা৷ তবে এবার সেটা আরও ব্যাপকভাবে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা৷

গত বছরের মার্কিন নির্বাচনেও ফেসবুক, টুইটার সহ অন্যান্য মাধ্যম বেশ প্রভাব রেখেছিল৷ প্রেসিডেন্ট বারাক ওবামা এসবের গুরুত্ব বুঝতে পেরে মাঠে ময়দানে বক্তব্য রাখার পাশাপাশি সরব ছিলেন নিজের অ্যাকাউন্টগুলোতেও৷

ডিটার কেম্পফছবি: picture-alliance/dpa

গুরুত্ব কতটা?

জার্মানির তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও নিউ মিডিয়া বিষয়ক কোম্পানিগুলোর কেন্দ্রীয় সংগঠন বিটকম৷ এর প্রধান ডিটার কেম্পফ৷ তাঁর মতে, ‘‘অনলাইন যোগাযোগ রাজনীতির ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এবারই ইন্টারনেটের প্রভাব থাকবে সবচেয়ে বেশি৷''

তবে কেম্পফের সঙ্গে একমত নন যোগাযোগ বিজ্ঞানী ফেলিক্স ফ্লেমিং৷ তিনি বলেন, ‘‘চার বছর আগের তুলনায় এবার হয়ত বেশি সংখ্যক রাজনীতিবিদ ইন্টারনেটকে কাজে লাগাবে৷ কিন্তু তারা যেহেতু শুধুমাত্র নির্বাচনের সময় এই মাধ্যম ব্যবহার করবে তাই প্রাপ্তিটা হবে সামান্য৷''

ফেলিক্স ফ্লেমিংছবি: Privat

৮৯ শতাংশ সাংসদ

সোশ্যাল মিডিয়া বিষয়ক জার্মান প্রতিষ্ঠান ‘প্লুরাগ্রাফ'-এর মতে, জার্মানির প্রায় ৮৯ শতাংশ সাংসদের বিভিন্ন সামাজিক মাধ্যমের অন্তত একটাতে হলেও অ্যাকাউন্ট রয়েছে৷

নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা ইন্টারনেটে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন৷ এর মাধ্যমে তারা ভোটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন৷

এগিয়ে ম্যার্কেল

২০০৯ সালের নির্বাচনের সময় ফেসবুকে ম্যার্কেলের অনুসারীর সংখ্যা ছিল ১৬ হাজার ২০০৷ আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পোর্টাল ‘স্টুডিভিজেড'-এ অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬৯ হাজার৷ চ্যান্সেলর পদে ম্যার্কেলের প্রতিদ্বন্দ্বী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারের চেয়ে সংখ্যাটা প্রায় দ্বিগুন৷

বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে ম্যার্কেলের অনুসারীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ৷ অন্য যে কোনো রাজনীতিবিদের চেয়ে সেটা বেশি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ