1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের নীতিমালা প্রয়োজন: খালিদী

২২ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঁচ বছর পূর্তি হয়ে গেল মঙ্গলবার৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিবিদ সহ উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা৷

বিডিনিউজ'এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীছবি: DW

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিডিনিউজ'এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও মত প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালা থাকার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, ‘‘যে বিষয়গুলোকে সমাজে অপরাধ হিসেবে দেখা হয় সেগুলো যদি আমরা সোশ্যাল নেটওয়ার্কে করি তাহলে সেটা অগ্রহণযোগ্য৷ এমন অনেক কথা আছে যেগুলো আমরা ঘরে বসে গল্প করার সময় বলতে পারি৷ কিন্তু সেগুলো হয়তো বাইরে জনসভায় বলা যাবেনা৷ তেমনি সোশ্যাল নেটওয়ার্কে কোনো কিছু বলা মানে সেটা প্রকাশ্যে বলা৷ আপনি কোনো জনসভায় কারও সম্পর্কে বিষোদগার করলে আপনাকে যেমন আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তেমনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও তেমনটা করলে আপনাকে জবাবদিহি করতে হবে৷''

খালিদী বলেন, ‘‘আমি ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলাম৷ আমি ‘কন্ট্রোল' কথাটা বলিনি৷ আমি ‘রেগুলেশন' এর কথা বলেছিলাম৷'

এই অভিজ্ঞ সাংবাদিক বলছেন, ‘‘আমরা একটু অনুন্নত একটা দেশ৷ আমরা অনেক সময় বুঝিনা আমাদের বলার সীমানাটা কতটুকু হওয়া উচিত৷ ছোট্ট কোনো অপরিচিত ব্লগে কিছু লিখলে হয়তো কোনো সমস্যা হয়না, কিন্তু বড় বড় পত্রিকার পরিচালিত ব্লগে বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন কাজ করা হয়েছে৷ ফলে ক্ষতি যেটা হয়েছে, তরুণরা একটা ধারণা পেয়েছেন যে, সবকিছুই করা যায়৷''

খালিদী মনে করেন, রাজনীতিবিদরা না বুঝে, যাকে তাকে বিভিন্ন গণমাধ্যমের মালিকানা দেয়ায় এই সমস্যা হয়েছে৷ তাই এখন থেকে এসব ক্ষেত্রে নীতিমালা থাকা উচিত বলে মনে করেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ