1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামুদ্রিক শুশুক

ভানেসা ফিশার/এসি২৭ মে ২০১৫

ডুগং কিংবা মান্টা রে: একটি সামুদ্রিক শুশুক; অন্যটি সুবিশাল এক মাছ, যা পাখা মেলে – না, ওড়ে না, বরং সাঁতার কাটে! আফ্রিকার মোজাম্বিকের উপকূলে আজও এদের দেখা যাবে – কিন্তু আর কতোদিন?

Delphin im Delfinarium in Moskau
ছবি: picture-alliance/dpa/Alexandra Mudrats

ডুগং কিংবা মান্টা রে: একটি সামুদ্রিক শুশুক; অন্যটি সুবিশাল এক মাছ, যা পাখা মেলে – না, ওড়ে না, বরং সাঁতার কাটে! আফ্রিকার মোজাম্বিকের উপকূলে আজও এদের দেখা যাবে – কিন্তু আর কতোদিন?

ডুবুরিদের ডুগং জাতীয় শুশুকদের কাছে যেতে হয় অতি সন্তর্পণে, প্রায় দম বন্ধ করে৷ কেননা ডুগং-রা অতি ভীরু, সাবধানী জীব৷ মেরিন মেগাফনা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আন্দ্রেয়া মার্শাল সে কথা জানেন, ‘‘এই সংরক্ষিত এলাকাটি মেগাফুনা গোত্রের প্রজাতিগুলির পক্ষে বিশেষভাবে জরুরি, বিশেষ করে মান্টা রে ও ডুগং-দের জন্য৷ বলতে কি, আফ্রিকায় ডুগং-দের এটাই শেষ বাসস্থান৷ এখানকার উপকূল অঞ্চলে যে ডুগং-রা বাস করে, তাদের মধ্যে এরাই হল শেষ গোষ্ঠী, যারা স্বাধীনভাবে টিকে থাকতে সমর্থ৷ মান্টা রে-র জন্যও এটা একটা আশ্চর্য স্থান; বিশ্বের আর কোথাও আমি এ রকম একটা জায়গা দেখিনি, যেখানে উভয় প্রজাতির মান্টা রে দেখতে পাওয়া যায়৷ কাজেই এটা মান্টা রে-দের পক্ষে একটি অতীব জরুরি হ্যাবিট্যাট৷ যে কারণে আমি দক্ষিণ মোজাম্বিকে গবেষণা চালানোর সিদ্ধান্ত নিয়েছি৷''

ছবি: picture alliance/dpa

জীববিজ্ঞানী আন্দ্রেয়া গত ১৩ বছর ধরে এখানে গবেষণা চালাচ্ছেন – বলতে কি, জলে-স্থলে-অন্তরীক্ষে৷ নানা ধরনের মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এখানে বংশবৃদ্ধি করে৷ তবে সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও মাছের সংখ্যা ক্রমেই কমে আসছে৷

রেঞ্জার

টোমাস মানাসে-র জন্ম এখানেই৷ আজ তিনি এই ন্যাশনাল পার্কের ২৩ জন রেঞ্জারের প্রধান৷ তবে এখানে কাজ এতো বেশি যে, আরো কর্মীর প্রয়োজন, জানালেন টোমাস৷

রেঞ্জাররা টহলদারি করেন, তথ্য সংগ্রহ করেন, সেই তথ্য মিলিয়ে দেখেন৷ দ্বীপগুলিতে কৃষিকাজ সীমিত করার প্রয়োজন আছে কি? কোথায় মাছ ধরা কমাতে হবে, কোথায় তা একেবারেই নিষিদ্ধ করতে হবে৷ টোমাস ও তাঁর ভাইরা হলেন তাঁদের পরিবারের প্রথম প্রজন্ম, মৎস্যশিকার যাদের জীবিকা নয়৷ শুধু এ ভাবেই এ অঞ্চলকে বাঁচানো সম্ভব, বলে টোমাস মনে করেন৷

কিন্তু মাছ ধরার কোনো বিকল্প আছে কি? পর্যটন? আন্দ্রেয়া মার্শাল ও তাঁর দল ১০ জন পার্ক রেঞ্জারকে একটি বিশেষ প্রশিক্ষণের জন্য ডেকে পাঠিয়েছেন৷ এটাই হবে এ বিষয়ে তাদের প্রথম প্রশিক্ষণ৷

বাজারুতো ন্যাশনাল পার্কের অধ্যক্ষা রিকার্ডিনা মাটুসে সদ্য দায়িত্ব নিয়েছেন৷ সে যাবৎ সকলেই খুব উৎসাহ নিয়ে কাজ করছেন৷ রেঞ্জাররা মানচিত্রে দেখাচ্ছেন, তাঁরা ঠিক কোথায় কোন প্রাণীগুলিকে দেখেছেন; তারপর সেই তথ্য গবেষকদের সঙ্গে মিলিয়ে দেখছেন৷ মাটুসে জানালেন প্রশিক্ষণ থেকে তাঁর আশার কথা, ‘‘পন্থাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ আমার মনে হয়, এটা সহযোগিতার সূচনা৷ এর পরে আরো অনেক কিছু আসবে৷ শেষমেষ আমরা নিজেরাই ডুবুরি হয়ে টুরিস্টদের এই সব সামুদ্রিক মাছ ও প্রাণী দেখাতে পারব৷''

ছবি: by-nc-sa/Joachim S. Müller

জলে না নামিলে কেহ...

মাটি ছেড়ে জলে নামতেই ভয়! সকলে যে সাঁতার জানে, এমনও নয়৷ বহু জেলে কোনোদিন সাঁতার শেখেনি৷ কিন্তু আজ অনেকেই বলছে: আমরা প্রবালদ্বীপে নামব কী করে আর বিপদের মুখে সাগরের প্রাণীদেরই বা বাঁচাব কী করে, যদি আমরা জলে না নামি?

ট্রেনিং-এর শেষে সকলেই এই প্রথমবার সাগরের জলে সাঁতার কাটবেন৷ আন্দ্রেয়া মার্শাল-কে এই সব রেঞ্জারদের উপরেই নির্ভর করতে হবে৷

প্রত্যেকবার ডুবুরিরা ফেরার পর আন্দ্রেয়া মার্শাল তাদের তোলা ছবিগুলো খুঁটিয়ে দেখেন৷ প্রত্যেক মান্টা রে-র কতোগুলো বিশেষ চিহ্ন আছে, যা দিয়ে তাদের চেনা যায়৷ এছাড়া ডিএনএ-র নমুনাগুলোও ডাটা ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেখা চলে৷ আন্দ্রেয়া জানালেন, ‘‘মোজাম্বিকের পক্ষে মান্টা রে-গুলো একটা বড় রোজগারের পথ৷ বিশ্বের যে সব দেশ আজ মান্টা রে টুরিজম থেকে অর্থোপার্জন করছে, তাদের মধ্যে মোজাম্বিক চতুর্থ স্থানে৷ ডাইভিং করে মান্টা রে দেখার যে টুরিজম, তা থেকে আজ মোজাম্বিকের আয় বছরে ৭০ থেকে ৮০ লাখ ডলার৷ কাজেই সরকার হয়তো একদিন বলতে বাধ্য হবে: এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখলে আমাদের যতো লাভ, মেরে ফেললে ততোটা লাভ নেই৷ গত আট থেকে দশ বছরে এখানকার মান্টা রে পপুলেশনের প্রায় ৮৮ ভাগ উধাও হয়েছে৷ মান্টা রে এ অঞ্চল থেকে পুরোপুরি লুপ্ত হওয়ার আগে তাদের সংখ্যা আরো বাড়ানোর জন্য আমাদের হাতে বিশেষ সময় নেই৷''

অথচ এই মান্টা রে-ই কিন্তু মোজাম্বিকের আইনে সংরক্ষিত প্রজাতি নয়!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ