1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বেতারে নজরুল স্মরণ

২৬ মে ২০১৭

বিদ্রোহী কবি নজরুলের বড় পরিচিতি এক অসাম্প্রদায়িক, হিন্দু-মুসলিমের মিলনকামী যুগমানব হিসেবে৷ কিন্তু এপারে নজরুলের সমাদরে যেন একটু কার্পণ্য৷ আকাশবাণী অবশেষে নজরুলকে ভুলে থাকার সেই অতীতের প্রায়শ্চিত্ত করছে৷

Bangladesch Grab von Nationaldichter Kazi Nazrul Islam
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাজী নজরুল ইসলামের সমাধিসৌধছবি: bdnews24.com

তাঁকে ১১৮তম জন্মবার্ষিকীতে আকাশবাণী শ্রদ্ধা জানাচ্ছে নাটক ‘ধূমকেতু’-র মাধ্যমে৷ এটাই কলকাতা বেতারে নজরুলের জীবনী অবলম্বনে প্রথম নাটক৷

এ এক মহাজীবনের কাহিনি৷ কখনও তাঁর কলমে আগুনঝরা কবিতা, কখনও খাঁকি উর্দি গায়ে সাহসী সেনানী৷ কোনও সময়ে ইনিই আবার পেলব প্রেমিক, তাঁকেই আবার দেখি দৃপ্ত লেখনীতে সাম্যের গান গাইছেন৷ এত বিচিত্র কর্মকাণ্ডে ভরা একটিই মানুষের জীবন সফর৷ তাঁকে নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই৷ চুরুলিয়ায় যে দুখুমিঁঞা, তিনি আজ লেটোর দলে ভিড়েছেন, তো কাল রুটি তৈরি করেছেন জীবিকা নির্বাহের তাগিদে৷ যিনি লিখেছিলেন ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’, তাঁর কলমেই লেখা হয়েছে ‘মোর প্রিয়া হবে এসো রাণী’৷ আসানসোলের সেই রুটি বিক্রেতা আজ বাংলাদেশের জাতীয় কবি, তাঁকে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পেয়ে ধন্য হয়েছিল আকাশবাণী কলকাতা৷ কিন্তু, তাঁকেই এতদিন প্রায় ভুলেই ছিল ভারতের সরকারি বেতার মাধ্যম৷ বাংলা ও ভারতের বহু কৃতী মানুষের জীবনবৃত্তান্ত নিয়ে নাটক তৈরি হয়েছে এখানে৷ তবু, এত বছর ধরে অজ্ঞাত রয়ে গিয়েছেন চুরুলিয়ার সন্তান৷ তাঁর জীবনের শ্রেষ্ঠ কর্ম ও কীর্তির সাক্ষী এই বাংলা, পশ্চিমবঙ্গ জুড়ে তাঁর অসংখ্য স্মৃতিচিহ্ন৷ তবু এপারে নজরুলের সমাদরে যেন একটু কার্পণ্য৷ আকাশবাণীও এই সমালোচনার ঊর্ধ্বে নয়৷

বিদ্রোহী কবি নজরুলছবি: Harun Ur Rashid Swapan

কবিগুরু নামাঙ্কিত অখণ্ড ভারতে সেই বেতার কেন্দ্রে নজরুলের আত্মপ্রকাশ ১৯২৮ সালে৷ ১৯২৯ সালে আকাশবাণীতে গান ও আবৃত্তির অনুষ্ঠান করেছিলেন তিনি৷ তার পরের বছর দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান৷ এরপর কয়েক বছরের বিরতি৷ গারস্টিন প্লেসে আবার নজরুলের আগমন ১৯৩৬-এ৷ টানা ৬ বছর মনকাড়া সব অনুষ্ঠান উপহার দিয়েছেন তিনি, যে কথা প্রায় আলোচিতই হয় না৷ আকাশবাণীর মাধ্যমে শ্রোতাদের নজরুলের শ্রেষ্ঠ উপহার ‘হারামণি’৷এই অনুষ্ঠানে তিনি হারিয়ে যাওয়া রাগ নিয়ে আলোচনা করতেন৷ শোনানো হতো গান৷ প্রতি মাসে একবার বসত ‘হারামণি’র আসর৷ একটানা ৩৬ পর্ব চলেছিল জনপ্রিয় এই অনুষ্ঠান৷ তাই নজরুলকে আকাশবাণীর অন্যতম প্রাণপুরুষ বললে ভুল হয় না৷

তা সত্ত্বেও নজরুলকে ভুলে থাকার সেই অতীতের প্রায়শ্চিত্ত হচ্ছে ২০১৭ সালে৷ নজরুল জয়ন্তী উপলক্ষে আকাশবাণী তৈরি করেছে কবির জীবনী অনুসরণে বেতার নাটক ‘ধূমকেতু’৷ পশ্চিমবঙ্গের বাঙালিকে নিয়ে সমালোচনা যা-ই হোক, তাঁদের হয়ে অপরাধ স্খলন করেছেন অ্যামেরিকা প্রবাসী এক প্রবীণ বাঙালি৷

পাঁচ দশক আগে পেশার সূত্রে অ্যামেরিকায় যাওয়া চিকিৎসক মদনগোপাল মুখোপাধ্যায় নজরুল জীবনের প্রতি ছিলেন বিশেষ অনুসন্ধিৎসু৷ তিনি ক্যালিফোর্নিয়ায় বসে কবির জীবনের উপর গবেষণা করেছেন৷ লিখেছেন নাটক ‘নীলকন্ঠ নজরুল’৷ তাঁর সেই নাটক অনুসরণেই তৈরি হয়েছে আকাশবাণীর বেতার নাটক ‘ধূমকেতু’৷ আমেরিকা থেকে টেলিফোনে প্রবীণ চিকিৎসক বলেন, ‘‘এ দেশে বসে নজরুলের উপর বই পাওয়া দুষ্কর৷ তাই কলকাতা থেকে নজরুলের ওপর বিভিন্ন সময়ে কিছু কিছু বই সংগ্রহ করেছি৷ তাঁর জীবন এতটাই বর্ণময় যে একটা নাটক লেখার কাজে হাত দিয়েছিলাম৷ সেটাই কবির প্রতি আমার প্রণতি৷’’

বাংলা সাহিত্যে তাঁর মতো লেখক আর একজনও নেই: সৌম্যদেব বসু

This browser does not support the audio element.

মদনগোপাল বাবুর রচনাকে বেতার নাটকে রূপান্তরিত করেছেন আকাশবাণীর প্রবীণ নাট্যব্যক্তিত্ব সৌম্যদেব বসু৷ এই নাটক লিখতে গিয়ে একইরকম উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত তিনি৷ তাঁর বললেন, ‘‘নজরুলজীবনের অনেকটাই আমাদের কাছে অজ্ঞাত, বলা ভালো অবজ্ঞাত৷ কবির সম্পর্কে এই কাজটা করতে গিয়ে তাই বারবার বিস্মিত হয়ে উঠেছি৷ এ কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলা সাহিত্যে তাঁর মতো লেখক আর একজনও নেই৷ অথচ তাঁর জীবন সম্পর্কে আমরা তেমন আগ্রহ প্রকাশ করি না৷’’

এক ঘণ্টার নাটকে সুহৃদ শৈলজানন্দ মুখোপাধ্যায়, কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ থেকে সহধর্মিণী প্রমীলা সেনগুপ্ত'র মতো অনেকের কথা উঠে এসেছে৷ রামধনুর মতো এক একটি চরিত্রের সংস্পর্শে নজরুল প্রতিভা ও ব্যক্তিত্ব উন্মোচিত হয়েছে৷ ধূমকেতুর প্রযোজক সৌম্যেন বসু বলেন, ‘‘পূর্ণাঙ্গ জীবন এক পর্বের নাটকে তুলে ধরা সম্ভব নয়৷ তাই বিশেষ বিশেষ সময়কে বেছে নেওয়া হয়েছে, যাতে নজরুল চরিত্রের মূল দিকগুলি শ্রোতার কাছে উপস্থাপিত হয়৷’’

নাটকে নজরুলের ভুমিকায় অভিনয় করেছেন অনুরূপ মল্লিক৷ ব্যবহৃত হয়েছে নজরুলের নানা স্বাদের গান৷ কবির জন্মদিনে আকাশবাণী গীতাঞ্জলিতে সম্প্রচারিত হয়েছে নতুন নাটকটি৷ এই গীতাঞ্জলি অতীতের কলকাতা ক, গত ২১ মে তার নামবদল হয়েছে৷ কবিগুরুকে স্মরণ করে কলকাতা খ-এর নাম হয়েছে সঞ্চয়িতা৷

পূর্ণাঙ্গ জীবন এক পর্বের নাটকে তুলে ধরা সম্ভব নয়: সৌম্যেন বসু

This browser does not support the audio element.

এই নাটকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে, যা সারা জীবন ধরে অনুশীলন করে গিযেছেন নজরুল৷ একই কলম থেকে বেরিয়েছে ইসলামি গান ও শ্যামা মায়ের সাধনসঙ্গীত৷ মসজিদের মোয়াজ্জেমের ভূমিকা যিনি পালন করেছেন, তিনি পৌত্তলিক দেবতার বন্দনাও গেয়েছেন৷ ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে মানুষই যে তাঁর একমাত্র উপাস্য, তা লেখায় ও কাজে প্রতিষ্ঠা করেছেন বিদ্রোহী কবি৷ তাঁকে নিয়ে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে টানাপোড়েনের আভাস মিলছে৷ শাসকদল তৃণমূল কংগ্রেস নজরুলের মতাদর্শ ব্যাপকভাবে প্রচার করতে চায় উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান রুখতে৷ নজরুলের জীবন সৌভ্রাতৃত্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন, এই বিশেষ রাজনৈতিক প্রহরে তাঁকে শাসকদল কাজে লাগাতে তো চাইবেই৷ অন্যদিকে বিজেপিও বসে নেই৷ তাঁরা জোর দিচ্ছে নজরুলের প্রগতিশীল মতাদর্শের উপর৷ উত্তরপ্রদেশের নির্বাচনে তিন তালাক বিলোপের ডাক মুসলিম মহিলাদের গেরুয়া শিবিরের দিকে নিয়ে এসেছে৷ তাই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্বের ধারণা, এ দেশে সংখ্যাগুরু সম্পর্কে সংখ্যালঘুর মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে নজরুলই হাতিয়ার৷ তাই বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতকারের শ্যামাসঙ্গীতের অ্যালবাম প্রকাশের পদক্ষেপ নিয়েছে তারা৷ ২৫ শতাংশের বেশি মুসলিম জনতার একটা বড় অংশ শিক্ষিত, আলোকপ্রাপ্ত৷ তাদের এই প্রগতিশীল প্রচারেই ছুঁতে চাইছে নরেন্দ্র মোদীর দল৷ এই টানাপোড়েন দেখে নজরুল গবেষক বাঁধন সেনগুপ্তের বক্তব্য, ‘‘নজরুলের সারা জীবনটাই অসাম্প্রদায়িক চেতনার উদাহরণ৷ সেটা আর নতুন করে প্রচারের মাহাত্ম্য নেই৷’’

নজরুল আজও হিন্দু ও মুসলিম বাঙালির মধ্যে সবচেয়ে মজবুত সেতু৷ তাই দুই বাংলার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাঙালির সবচেয়ে বড় হাতিয়ার তিনিই৷ কবি অন্নদাশঙ্কর রায় সেই কবেই লিখেছিলেন, ‘‘ভুল হয়ে গেছে বিলকুল, সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নিকো নজরুল৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ