1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

সাময়িক সংঘাত-বিরতিতে রাজি ইসরায়েল

১০ নভেম্বর ২০২৩

চার ঘণ্টার জন্য় সাময়িক এবং কৌশলগত সংঘর্ষ বিরতিতে রাজি হলো ইসরায়েল। অ্যামেরিকা এ তথ্য জানিয়েছে।

শয়ে শয়ে মানুষ গাজা স্ট্রিপে
গাজা স্ট্রিপের চেহারাছবি: Hatem Moussa/AP Photo/picture alliance

অবশেষে অ্যামেরিকা-সহ একাধিক দেশের আবেদন মেনে নিল ইসরায়েল। অ্যামেরিকা জানিয়েছে, ইসরায়েল চার ঘণ্টার সংঘর্ষ-বিরতিতে রাজি হয়েছে। কিন্তু এর অর্থ যুদ্ধবিরতি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পণবন্দিদেরনা ছাড়া পর্যন্ত কোনোভাবেই তারা যুদ্ধবিরতিতে যাবে ন। হামাসকে এক বিন্দুও জমি ছাড়া হবে না।

তবে মানবিক সাহায্য গাজার বেসামরিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাময়িক সংঘর্ষ-বিরতিতে তারা রাজি হয়েছে। একইসঙ্গে তারা জানিয়েছে, ওই সময়ের মধ্যে বেসামরিক জনগণ চাইলে উত্তর গাজা ছেড়ে যেতে পারে।

হেজবোল্লাহ কাঠামোয় আঘাত

এদিকে লেবাননে হেজবোল্লাহের সামরিক কাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার রাত থেকে আক্রমণ শুরু করেছে। হেজবোল্লাহ অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য জানায়নি। তবে ইসরায়েলি সেনা জানিয়েছে, ইরানের মদপুষ্ট হেজবোল্লাহ যোদ্ধাদের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে. মূলত প্লেন থেকেই বোমা ফেলা হয়েছে। তবে একই সঙ্গে সীমান্ত থেকে গোলাও মারা হচ্ছে।

ফ্রান্সের বৈঠক

ফ্রান্সে ৫০টি দেশ এবং সংগঠনের বৈঠক শুরু হয়েছে। কীভাবে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে বৈঠক। বেসরকারি মানবাধিকার সংগঠনগুলিও এই বৈঠকে যোগ দিয়েছে। বস্তুত, গাজা স্ট্রিপ থেকে বেসামরিক মানুষকে রক্ষা করার পরিকল্পনা ঠিক হচ্ছে ওই বৈঠকে।

জার্মান চ্যান্সেলরের ফোন

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস ফোন করেছিলেন মিশরের রাষ্ট্রপ্রধানকে। কীভাবে গাজার মানুষকে উদ্ধার করা যায়, কীভাবে তাদের কাছে আরো মানবিক সাহায্য পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে দুইজনের আলোচনা হয়েছে।

জার্মান চ্যান্সেলর স্পষ্ট করে জানিয়েছেন, জার্মানি মানবিক সাহায্যের পক্ষে এবং সংঘাত-বিরতির পক্ষে। বস্তুত, বহুদিন ধরেই অ্যামেরিকা এবং জাতিসংঘ এই সংঘাত-বিরতির দাবি তুলছে। কিন্তু এতদিন ইসরায়েল তা মানতে রাজি হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ