1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারাইয়েভো চলচ্চিত্র উৎসবে ভক্তদের হৃদয় ছুঁলেন জোলি

২ আগস্ট ২০১১

সারাইয়েভো চলচ্চিত্র উৎসব মাতালেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট৷ সারাইয়েভো উৎসবে জোলি গ্রহণ করলেন বিশেষ সম্মাননা – ‘অনারারি হার্ট অফ সারাইয়েভো’৷ আর সেরা ছবির পদক পেল ‘ব্রিদিং’৷

‘অনারারি হার্ট অফ সারাইয়েভো’ জোলিছবি: AP

১৭তম সারাইয়েভো চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঝটিকা সফরে হাজির হন এই দুই হলিউড জুটি৷ জোলি সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হলেও আয়োজকরা তাঁর আগমনের ব্যাপারে আগে কোনই তথ্য প্রকাশ করেননি৷ সমাপনী অনুষ্ঠানে জোলির হাতে বিশেষ সম্মাননা পদক তুলে দেন উৎসবের পরিচালক মিরসাদ পুরিভাত্রা৷ এই পদক প্রদানের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘‘শুধুমাত্র চলচ্চিত্র জগতে তাঁর বিশেষ কৃতিত্বের জন্যই নয়, বরং একইসাথে বাস্তব জগতে তাঁর বিশেষ অবদান এবং সক্রিয়তার জন্যও এই সম্মাননা তাঁর প্রাপ্য৷''

১৯৯২ থেকে ১৯৯৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের সময় বসনিয়ার বাস্তুহারা শরণার্থী মানুষের প্রতি জোলির সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা কৃতজ্ঞতা ভরে তুলে ধরেন পুরিভাত্রা৷ উল্লেখ্য, ঐ যুদ্ধে প্রায় এক লাখ মানুষ প্রাণ হারিয়েছিল এবং বাস্তুহারা হয়েছিল আরো প্রায় বিশ লাখ৷ সারাইয়েভোর উৎসবে সম্মাননা পদক গ্রহণের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ৩৬ বছর বয়সি এই মানবপ্রেমী অভিনেত্রী৷ চোখের জল মুছে উৎসবের আয়োজক এবং ভক্তদের ধন্যবাদ দেন তিনি৷ বলেন, এই সম্মাননা পেয়ে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ৷ ভক্তদের জানান, ‘‘গাড়িতে আমি ব্র্যাডকে বলছিলাম যে, আমি হয়তো আজ সেখানে কেঁদে ফেলবো৷ এটা এতোটাই চমৎকার উৎসব যে, এখানে আমন্ত্রণ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি৷''

মাতৃস্নেহে ভরপুর জোলিছবি: picture-alliance/jn/ZUMApress

উৎসবের প্রবেশ পথেই লাল গালিচায় জোলির কাছে সাংবাদিকরা জানতে চান যে, তাঁরা বসনিয়ার রাজধানীতে কতদিন থাকছেন৷ জবাবে জোলি বলেন, ‘‘আমরা আজ রাতেই বাচ্চাদের কাছে ফিরে যাচ্ছি বটে, তবে আমরা আবার সারাইয়েভোতে ফিরে আসবো৷'' প্রিয় তারকাদের উপস্থিতির খবর পেয়ে উৎসব হলের বাইরে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ৷ সেখানে জোলি তাদের সাথে কথা বলেন এবং অটোগ্রাফ দেন৷ এক পর্যায়ে এক ব্যক্তির কোলে থাকা একটি শিশুকে আদর করে দেন মাতৃস্নেহ ভরা এই অভিনয় শিল্পী৷

যাহোক, সারাইয়েভো উৎসবের সেরা ছবি হিসেবে ‘হার্ট অফ সারাইয়েভো' পদক পেয়েছে অস্ট্রিয়ার তারকা অভিনেতা কার্ল মার্কোভিচের পরিচালক হিসেবে প্রথম নির্মিত ছবি ‘ব্রিদিং'৷ সেরা অভিনেতাও হয়েছেন একই ছবির নায়ক টমাস শুবার্ট৷ এছাড়া ‘লাভারবয়' ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পদক পেলেন রোমানিয়ার তারকা আডা কনডেস্কু৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ