1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারাদেশে জনশুমারি ও গৃহগণনা শুরু

১৫ জুন ২০২২

জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু হয়েছে সারাদেশে ৷ রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট' ধরে তথ্য সংগ্রহকারীরা এ কাজ শুরু করেন৷ ফেনীতে মধ্যরাতে ছিন্নমূল মানুষের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করছেন সংশ্লিষ্টরা৷

প্রতীকী ছবিছবি: bdnews24.com

তথ্য সংগ্রহকারীরা সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরু করেন, শেষ হবে ২১ জুন৷ফেনী শহরের রেলওয়ে স্টেশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল ফ্লাইওভারের নিচে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, রাজাঝির দিঘীর পাড়ের ছিন্নমূল মানুষের তথ্য সংগ্রহের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তথ্য সংগ্রহকারীদের সহায়তা করেন৷

রাত সাড়ে ১২টায় ফেনী রেলওয়ে স্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, মাহমুদুল করিম ও নাজমুল হাসান নামে দুই তথ্য সংগ্রহকারী জনশুমারির কাজ করছেন৷ স্টেশন এলাকায় থাকা ভাসমান মানুষের তথ্য তারা সঙ্গে থাকা নেটযুক্ত ট্যাবে সংগ্রহ করছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য সংগ্রহকারী মাহমুদুল করিম বলেন, রেলওয়ে স্টেশন এলাকার ভাসমান মানুষকে ঘুম থেকে উঠিয়ে ৪৫টি প্রশ্নের তথ্য সম্বলিত ছক পূরণ করা হচ্ছে৷ নাম, জেলার নাম, বয়স, কর্মক্ষেত্র, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হচ্ছে৷

তথ্য সংগ্রহকারী নাজমুল হাসান বলেন, এ এলাকায় দুজন কাজ করছেন৷ জনশুমারি কাজ শুরুর আগে এই স্থানে কয়েক দফায় প্রাথমিক জরিপ করা হয়েছে৷ ওই জরিপের মাধ্যমে ধারণা করা হচ্ছে, স্টেশন এলাকায় অন্তত ৬০ জনকে জনশুমারির আওয়তায় আনা যাবে৷

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. শহীদ উল্যাহ বলেন, ‘‘জনশুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে৷ আমি নিজেই রাত ১২টায় ফেনী রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করে তথ্য সংগ্রহকারীদের কাজ তদারকি করেছি৷’’

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ কাজে সহায়তার জন্য এরই মধ্যে তথ্য সংগ্রহকারীদের বিট পুলিশ কর্মকর্তাদের নাম ও মোবাইল নাম্বারের তালিকা দেওয়া হয়েছে৷ যখনই প্রয়োজন তারা সহায়তা করবেন৷

পরিসংখ্যান বিভাগ ফেনীর উপ-পরিচালক গৌতম পাল বলেন, জেলার ছয় উপজেলায় ৩৩ জন জোনাল অফিসার, ৩৩ জন আইটি সুপারভাইজার, ৫৭৪ জন সুপারভাইজার, তিন হাজার ২৮৯ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে৷ তারা বুধবার থেকে সাত দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনার কাজ করবেন৷

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ‘‘সবার আন্তরিকতা নিয়ে জনশুমারি ও গৃহগণনার কাজ সফল করতে চাই৷ সঠিক তথ্য দিয়ে গণনাকারীদের সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ রাখছি৷’’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়৷ এরই ধারাবাহিকতায় ১০ বছর পর পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ