স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার জানানো হয়েছে, সারাদেশের করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর ৪২১টি আইসিইউর মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি আছেন৷
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতার চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা৷ জানান বর্তমানে ঢাকা মহানগরে কোভিড-১৯ রোগীদের জন্য নিবেদিত হাসপাতালগুলোতে মোট পাঁচ হাজার ৯৮৫ টি সাধারণ শয্যা রয়েছে, আইসিইউ রয়েছে ২০২টি৷ সারাদেশের হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৩৪৮টি আর আইসিইউ রয়েছে ৪২১টি৷ এগুলোতে ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ ১০২টি, আর ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ রয়েছে ৯৮টি৷
বর্তমানে সারাদেশে সাধারণ বেডে কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন চার হাজার ৮৯৮ জন৷ আইসিইউ বেডের মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি রয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এ আক্রান্ত ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ছাড়া পেয়েছেন ৫৯০ জন৷
মাস্ক, গ্লাভস, পিপিইর বর্জ্য যেখানে-সেখানে
ব্যবহারের পর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো মানুষ ফেলছেন রাস্তাঘাটে, বাড়ির আশেপাশে৷ পিপিই পড়ে থাকছে যেখানে-সেখানে৷ ঢাকা বিভিন্ন জায়গার এমন কিছু চিত্র দেখুন ছবিঘরে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বর্জ্য
নিয়ম অনুযায়ী এসব বর্জ্য জীবাণুমুক্ত করে তারপর সুরক্ষা ব্যাগে ভরে রাখার কথা৷ কিন্তু ফেলে রাখা হয়েছে হাসপাতালের চত্বরে৷ ছবিটি ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে তোলা৷
ছবি: DW/S. Hossain
খোলা জায়গায় ব্যবহৃত মাস্ক
অনেক অসচেতন ব্যক্তি ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যেখানে-সেখানে ফেলে আরেক ঝুঁকি তৈরি করছেন৷ এই ছবিটি তোলা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে৷
ছবি: DW/S. Hossain
ময়লা-আবর্জনায় গ্লাভস
ব্যবহারের পর পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে ফেলে দেয়া হয়েছে গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ঝুলছে বাড়ির ফটকে
শুধু রাস্তা বা ফুটপাত নয়, ব্যবহারের পর ফেলে দেয়া মাস্ক, হ্যান্ড গ্লাভসের আধিক্য দেখা গেছে পয়ঃনিষ্কাশন খাল, দুই বাড়ির মাঝখানের খালি জায়গা, রাস্তার পাশের খালি জমি, বাড়ির গেটসহ বিভিন্ন স্থানে৷ এই ছবিটি মোহাম্মদপুরের একটি বাড়ির ফটকের৷
ছবি: DW/S. Hossain
আবর্জনায় সুরক্ষা সামগ্রী
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অন্যান্য আবর্জনার সঙ্গে মিলেমিশে একাকার৷ ধানমন্ডিতে একটি ফুটপাতের পাশ থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
ঘরের আঙিনায়
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অনেকে বাসাবাড়ির সামনেই ফেলছেন৷ এই ছবিটি তোলা মোহাম্মদপুর বিহারি ক্যাম্প থেকে৷
ছবি: DW/S. Hossain
সবুজেও হানা
ঢাকার একটি রাস্তার সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধক প্রকল্পে গ্লাভসটি পড়ে আছে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বাইরে
হাসপাতালগুলোর বাইরে রোগী বা তাদের স্বজনরা ইচ্ছেমতো সুরক্ষা সামগ্রীগুলো ফেলছেন৷ সেগুলো ঠিকমতো পরিষ্কারও করা হচ্ছে না৷ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি
প্লাস্টিকের তৈরি এসব সুরক্ষা সামগ্রী পরিবেশের যেমন ক্ষতি করছে তেমনি ভাইরাস সংক্রমণেও সহযোগী হতে পারে৷ মোহাম্মদপুরের কলেজগেটে একটি চায়ের দোকানের সামনে পড়ে আছে একজোড়া গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ফুটপাতে পিপিই
ধানমন্ডির ২৭ নম্বরে একটি রাস্তার পাশে অন্য আবর্জনার সঙ্গে পড়ে আছে পিপিই৷
ছবি: DW/S. Hossain
সিটি কর্পোরেশনের উদ্যোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার বলেছেন, গৃহস্থালির সঙ্গে সংক্রামক বর্জ্য মেশালে সিটি কর্পোরেশন ময়লা সংগ্রহ করবে না৷ সংক্রামক বর্জ্য পৃথকভাবে রাখার জন্য ডিএনসিসি বাসাবাড়িতে তিন লাখ ব্যাগ বিতরণ করবে বলেও জানান তিনি৷
ছবি: DW/S. Hossain
11 ছবি1 | 11
২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে, যা মোট শনাক্তের ১.২৬ শতাংশ৷
একদিনে মোট পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি নমুনা৷ এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন৷ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২১.০৫ শতাংশ৷ বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে৷
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জনের মধ্যে ৩১ জনই ছিলেন পুরুষ আর ১৪ জন নারী৷ ২১ থেকে ৩০ বছর বয়সী ছিলেন দুইজন এবং ৩১ থেকে ৪০ এর মধ্যে ছিলেন একজন৷ বাকিদের বয়স এর বেশি৷ ৩০ জনই মারা গেছে হাসপাতালে৷
এফএস/জেডএ
করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের যেভাবে সৎকার করা হয়
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল বেড়েই চলছে৷ কিন্তু কীভাবে মৃত ব্যক্তিদের সৎকার করা হয় জানেন কি? বিস্তারিত জানুন ছবিঘরে৷
ছবি: Reuters/F. Mascarenhas
মুম্বইয়ের চিত্র
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির কফিনবন্দি লাশ নামানো হচ্ছে কবরে৷ দূরে দাঁড়িয়ে দেখছেন যাজক ও আত্মীয়রা৷ কিন্তু যারা কবরে কফিন নামাচ্ছেন, তাদের একজনের তার পরনে প্রতিরক্ষা পোশাক অর্থাৎ পিপিই নেই৷ আছে কেবল মাস্ক৷
ছবি: Reuters/F. Mascarenhas
মেক্সিকো সিটি
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে সান এফরেন কবরস্থানে সেখানকার কর্মীরা প্রতিরক্ষা পোশাক পরে এজনকে সমাহিত করছেন৷
ছবি: Reuters/H. Romero
নীরবে নিভৃতে
মুম্বইয়ে করোনায় মৃত এক ব্যক্তির কফিন এভাবে নির্জন এলাকা দিয়ে নিচ্ছে যাচ্ছে গুটি কয়েক মানুষ৷
ছবি: Reuters/F. Mascarenhas
স্বজন ও বন্ধু-বান্ধব
মেক্সিকো সিটির উপকণ্ঠে সান ইসিদ্রো কবরস্থানে করোনায় মৃত এক নারীর কফিনের সঙ্গে যাচ্ছেন চার থেকে পাঁচ জন আত্মীয় ও বন্ধু৷
ছবি: Reuters/H. Romero
স্বজনহীন
মেক্সিকো সিটির একটি কবরস্থানে সৎকার কর্মীরা করোনায় মৃত এক নারীর কফিন সরাচ্ছেন৷ সঙ্গে নেই আর কেউ৷
ছবি: Reuters/C. Jasso
কফিনের চাহিদা
পেরুর রাজধানী লিমায় একটি ট্রাকে কফিন ভর্তি করছে এক ব্যক্তি৷