1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলের জলে প্লাস্টিক!

৮ সেপ্টেম্বর ২০১৭

মাইক্রোপ্লাস্টিক শুধু সাগরের সমস্যা নয়, সারা বিশ্বে কোটি কোটি মানুষের পানীয় জলে অদৃশ্য প্লাস্টিক ফাইবার ভেসে বেড়াচ্ছে৷ কোথা থেকে আসছে এই ফাইবার এবং তা স্বাস্থ্যের পক্ষে কতোটা ক্ষতিকর?

MikroplastikMikroplastikMikroplastik
ছবি: OrbMedia 2017

ওয়াশিংটন ভিত্তিক নন-প্রফিট ডিজিটাল নিউজরুম ‘অর্ব মিডিয়া'-র গবেষণা অনুযায়ী নিউ ইয়র্ক থেকে নতুন দিল্লি অবধি কলের জলে মাইক্রোপ্লাস্টিকের ফাইবার পাওয়া গেছে৷ 

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই নতুন তথ্যকে একটি বিপদ সংকেত বলে অভিহিত করেছেন: ‘‘এ থেকে আমাদের সচেতন হওয়া উচিৎ৷ গলায় ফাঁসটা ক্রমেই ছোট হয়ে আসছে৷''

জরিপের জন্য পাঁচটি মহাদেশের বিভিন্ন শহর থেকে কলের পানির ১৫০টি নমুনা সংগ্রহ করা হয়৷ দেখা যায়, গড়ে ৮৩ শতাংশে প্লাস্টিক রয়েছে৷ কলের জলে যদি প্লাস্টিক থাকে, তবে তা পাউরুটি কিংবা বেবিফুডে থাকার সম্ভাবনা কম নয়৷

Vietnam Müllsammlerin bringt Plastikflaschen bei HanoiVietnam Müllsammlerin bringt Plastikflaschen bei Hanoi
ছবি: Reuters/Kham

কলের পানিতে প্লাস্টিক ফাইবার কিভাবে এলো – বা তা থেকে স্বাস্থ্যজনিত ঝুঁকি কতটা, তাও পরিষ্কার নয়৷ এই প্লাস্টিক ফাইবার সিন্থেটিক জামাকাপড়, সিন্থেটিক পদার্থের তৈরি কার্পেটিং বা সোফার কাপড় থেকে এসেছে, বলে বিশেষজ্ঞদের ধারণা৷

প্লাস্টিক ফাইবার পানির সাথে শরীরে ঢোকে৷ এর ফলে বাইরের পরিবেশ থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ মানবদেহে প্রবেশ করতে পারে, বলে বিশেষজ্ঞদের আশঙ্কা, যা জীবজন্তুর ক্ষেত্রে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে৷

ধনি-দরিদ্রের ফারাক নেই

ধনি-দরিদ্র সব দেশের কলের জলেই প্লাস্টিক ফাইবারপাওয়া গিয়েছে৷ নিউ ইয়র্কের ‘ট্রাম্প গ্রিল'-এর হাত ধোয়ার বেসিনের পানিতে যে পরিমাণ প্লাস্টিক ফাইবার পাওয়া গিয়েছে, জাকার্তা থেকে আসা নমুনাগুলিতেও সেই পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছে৷ বোতলের পানি ও ফিল্টার করা পানিতেও প্লাস্টিক পাওয়া গিয়েছে৷

প্লাস্টিক সর্বত্র৷ মার্কিন যুক্তরাষ্ট্র আর বৈরুতে নেওয়া নমুনার ৯৪ শতাংশে প্লাস্টিক ফাইবার পাওয়া গিয়েছে৷ অন্যান্য শহরেও একই অবস্থা: নতুন দিল্লিতে ৮২ শতাংশ, কাম্পালায় ৮১ শতাংশ, জাকার্তায় ৭৬ শতাংশ, কুইটোয় ৭৫ শতাংশ ও ইউরোপে ৭২ শতাংশ৷

পরিমাণটা খেয়াল রাখা দরকার৷ উগান্ডায় ভিক্টোরিয়া হ্রদের কাছের একটি গ্রামের কলের জলেও চারটি প্লাস্টিক ফাইবার পাওয়া গিয়েছে৷ সেখানে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কল থেকে নেওয়া ৫০০ মিলিলিটার পানিতে ১৬টি ফাইবার পাওয়া গিয়েছে৷

ওয়াশিং মেশিন ভর্তি করে সিন্থেটিক জামাকাপড় ধোয়ার সময় প্রতি বার সাত লাখ ফাইবার নির্গত হয়৷ ময়লা পানি পরিশোধনে তার সবটা দূর হয় না ও সরকারি পানি সরবরাহ বা খাল-বিল নালা-নর্দমায় ছড়িয়ে পড়ে৷

টাইরি/মরিসন/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ