1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস' কর্মসূচি

৩১ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বুধবার দুপুর থেকে আবার চালু হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ৷

ঢাকায় বিক্ষোভের সময় বুধবার পুলিশ আটক করে বিক্ষোভকারীদের
ঢাকায় বিক্ষোভের সময় বুধবার পুলিশ আটক করে বিক্ষোভকারীদেরছবি: MUNIR UZ ZAMAN/AFP

দোয়েল চত্বরের সামনে শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকদের অবস্থান

পুলিশের বাধার পর মিছিল নিয়ে দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ সেখানে তাদের সঙ্গে যোগ দেন ঢাবির সাদা দলের শিক্ষকরা৷

ঘটনাস্থল থেকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দুপুর সোয়া ১টার দিকে বুয়েট-ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করে৷ শিশু একাডেমির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা৷ এর প্রতিবাদে দোয়েল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান করেন৷ পরে তাদের সঙ্গে এসে যোগ দেন ঢাবির সাদা দলের শিক্ষকরা৷

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়ছবি: MUNIR UZ ZAMAN/AFP

গাজীপুরে পুলিশের লাঠিচার্জ

গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ী এলাকা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা৷ কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ ‘স্থানীয়রা' জানান, শিক্ষার্থীদের একাধিক মিছিল এসে মোড়ে জমায়েত হয়৷ এ সময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে ‘স্থানীয়রা'ও স্লোগান দিতে থাকেন৷

টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইলে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা৷ পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলন ঘিরে গত কয়েকদিনে সংঘটিত ‘গণহত্যা ও নির্যাতনের' ঘটনার তদন্তসহ বিভিন্ন দাবি জানানো হয়৷ এসব দাবি জানিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা৷ এরপর শিক্ষার্থীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন৷ এসময় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা৷

দিনাজপুরে শিক্ষার্থী-অভিভাবকসহ আটক ১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দিনাজপুরে 'মার্চ ফর জাস্টিসে' অংশ নেওয়া ৯ শিক্ষার্থী ও এক অভিভাবককে আটক করেছে পুলিশ৷ দিনাজপুর শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়৷ আটকের পর পুলিশ তাদের দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে যায়৷ দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷ পুলিশ জানায়, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সকাল ১১টার দিকে শহরের গোর-ই-শহীদ বড় মাঠে জড়ো হয়৷ এসময় তাদের কয়েকজনের সঙ্গে অভিভাবকও কর্মসূচিতে অংশ নেন৷ এ খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল ও পুলিশ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়৷ পরে শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে শহীদ মিনারের সামনে গিয়ে জড়ো হয়ে ‘তোমাদের কোটা তুমি নাও, আমাদের ভাইকে ফিরিয়ে দাও'সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে৷ ঠিক সেসময় ডিবির সদস্যসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে ৯ শিক্ষার্থীকে আটক করে৷ আটক এক শিক্ষার্থীর অভিভাবক এগিয়ে গেলে পুলিশ তাকেও আটক করে৷

দিনাজপুরে ৯ শিক্ষার্থীকে আটকছবি: MUNIR UZ ZAMAN/AFP

খুলনায় পুলিশের বাধা, সংঘর্ষ

খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অন্তত ১৯ জনকে আটক করেছে পুলিশ৷ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে নগরীর রয়েল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল৷ কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়েল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি৷ শিক্ষার্থী মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷ শিক্ষার্থীদের অভিযোগ, সেখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমেস্ট্রি'২০ ব্যাচের তানজীম তালহাসহ অন্তত ১৯ জনকে আটক করেছে পুলিশ৷ এদিকে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘিরে খুলনার রয়েল মোড়, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷

বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের মিছিল

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে জড়ো হন বিক্ষোভকারীরা৷ মিছিল নিয়ে আদালত চত্বরে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ৷ পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করেন৷ এরপর তারা আদালত চত্বর থেকে ২০ গজ দূরে রোমেনা আফাজ সড়কে অবস্থান নেন৷ পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে শহরের জেলখানা মোড় হয়ে আদালত চত্বরের দিকে যাওয়ার সময় তাদের বাধা দেয় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী৷ পরে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি শেষ করেন৷

বরিশালে পুলিশের লাঠিচার্জ, ৪ সাংবাদিকসহ আহত ১০

বরিশালে শিক্ষার্থীদের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ৷ এতে চার সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন৷ ১১টার দিকে শহরের দুটি পয়েন্টে—সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে ও জজ কোর্টের সামনে ফজলুল হক এভিনিউতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷ এসময় কমপক্ষে ২০ জন আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ৷

সিলেটে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা৷

ঘটনাস্থল থেকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে শাবিপ্রবি শিক্ষকরা ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন৷ এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শিক্ষকরা সমাবেশ করেন৷

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা৷ পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়৷ এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে৷ 

সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থল থেকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিদ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে৷ পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে৷ এখন নগরের বিভিন্ন অলিগলিতে গিয়ে তারা জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে৷

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা৷ পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়৷ এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে৷ তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়৷ দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায়৷ সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারে গেলে এই সংঘর্ষ বাধে৷

চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ

হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা৷ পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন৷ তাদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন৷ এ সময় এনেক্স ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন৷

এরপর দুপুর ১২টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক–সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান৷ শিক্ষার্থী ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন৷ সেখানে আওয়ামীপন্থি আইনজীবীরা ওপরে উঠতে তাদের বাধা দেন৷ তখন মৃদু ধাক্কাধাক্কি হয়৷ তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি৷

ফেসবুক–হোয়াটসঅ্যাপ চালু

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আজ বুধবার বেলা ২টার পর চালু হয়েছে৷ এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছিলেন, ‘‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি৷ ফেসবুক,  টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে৷'' প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে৷ ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন৷ টিকটকের প্রতিনিধি সশরীরে হাজির হন৷ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়৷

এপিবি/এসিবি (ডেইলি স্টার বাংলা, দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ