1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৬ নভেম্বর ২০২৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকা-সহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনপি-র কর্মসূচির মোকাবিলায় বাংলাদেশ জুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি-র কর্মসূচির মোকাবিলায় বাংলাদেশ জুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সোমবার সকালে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আধা সামরিক বাহিনীর এই সংখ্যক সদস্য মোতায়েন করা হলো।

এ ছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দল-সহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন আছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল-সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের সমর্থনে সোমবারও দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় গাছের ডালপালা ফেলে আগুন দিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেএম/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ