1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে ব্রাজিলিয়ানদের চাহিদা

৩০ জানুয়ারি ২০১৪

ফুটবলে এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের খুব চাহিদা৷ গত বছর ক্লাব বদলানো ১২ হাজার ৩০৯ জন ফুটবলারের মধ্যে ১ হাজার ৫৫৪ জনই ব্রাজিলিয়ান৷ দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা৷ তবে ব্রাজিলের প্রতিবেশী দেশটি থেকে ক্লাব বদলেছেন মাত্র ৬৯৫ জন৷

Confederations Cup 2013 Sieger Brasilien
ছবি: picture-alliance/dpa

২০১৩ সালে ট্রান্সফার মার্কেটের সব তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা৷ প্রতিবেদনে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, পুরো বছরে সারা বিশ্বের মোট ১২ হাজার ৩০৯ জন ফুটবলার নতুন ক্লাবে যোগ দিয়েছেন, তার মধ্যে ১ হাজার ৫৫৪ জন অর্থাৎ শতকরা ১৩ ভাগই ব্রাজিলিয়ান৷ স্পেন, ইটালি এবং ইংল্যান্ডের ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের চাহিদা আগের মতোই ক্রমবর্ধমান৷ সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি থেকে পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমীরাত, দক্ষিণ কোরিয়া, এমনকি হাঙ্গেরির লিগে খেলারও ডাক পাচ্ছেন ফুটবলাররা৷ গত বছর পর্তুগালে সাম্বা ফুটবলের সৌন্দর্যে দর্শকদের বিমোহিত করতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ১০৬ জন, জাপানে ৫০ জন, সংযুক্ত আরব আমীরাতে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৩০ জন আর হাঙ্গেরিতে গিয়েছেন ২৮ জন৷

নেইমারের দেশের ফুটবলাররা যে শুধু ইউরোপ, এশিয়া বা অন্যান্য মহাদেশের দেশগুলোতে যাচ্ছেন তা-ই নয়, অনেকে আবার অন্য দেশের ক্লাব ছেড়ে দেশেও ফিরছেন৷ গত বছর ব্রাজিলে ফিরেছেন ৬৭২ জন৷ ফিফা প্রতিবেদন বলছে, ফেরার কারণ বিদেশের ক্লাবে ব্রাজিলিয়ানদের ব্যর্থতা নয়, বরং ব্রাজিলিয়ান লিগে সাম্প্রতিক সময়ে টাকার ছড়াছড়ি বেড়ে যাওয়া৷

টটেনহ্যাম থেকে ওয়েলসের গ্যারেথ বেল-এর রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমানোর বিষয়টিরও উল্লেখ করা হয়েছে ফিফার প্রতিবেদনে৷ সব মিলিয়ে গেল বছর ট্র্যান্সফার মার্কেট বড় বেশি ব্যস্ত ছিল৷ খেলোয়াড় কেনাবেচায় বিনিময় হয়েছে মোট ৩৭০ কোটি ডলার, যা কিনা ২০১২ সালের চেয়ে ৪১ ভাগ বেশি৷

এসিবি/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ