1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা বিশ্বে কনসার্টের টিকিট বিক্রিতে সেরা বন জোভি

১ জানুয়ারি ২০১১

২০১০-এর পরিসংখ্যান তাই বলে৷ এবারও রক এ্যান্ড রোল হল অফ ফেম’এ স্থান জোটেনি এই ‘প্রবীণ’ রক ব্যান্ডটির৷ তবে এক বছরে ২০০ মিলিয়ন ডলারের বেশী টিকিট বিক্রিতে সে দুঃখ কিছুটা কমেছে নিশ্চয়৷

জন, বন, জোভি, মঞ্চ, মেটালিকা, জেমস, হেটফিল্ড, হামবুর্গ, কনসার্ট, লেডি গাগা, Music, Entertainment, Lady, Gaga, John Bon Jovi, 2010, 2011, Concert
জন বন জোভিছবি: AP

এবং এ'ও মনে রাখা দরকার: বন জোভির কনসার্ট দেখতে ভিড় করেন সারা পৃথিবীর মানুষ৷ টিকিট বিক্রিও অর্ধেক উত্তর আমেরিকায়, বাকি অর্ধেক বাকি বিশ্বে৷ ‘‘পোলস্টার'' ম্যাগাজিনের পরিসংখ্যান এ'সব৷ ২০১০-এ'ই বন জোভির এই ছছল-বছল কেন, তা বোঝা শক্ত৷ কেননা তাদের ২০০৯ সালের এ্যালবামটি বিশেষ ভালো বিক্রি হয়নি৷

মঞ্চে মেটালিকা’র জেমস হেটফিল্ডছবি: AP

ওদিকে বিগত বছরে রক-পপ গানের জলসায় অনুরাগীদের ভিড় কিন্তু বাড়েনি, বরং কমেছে৷ বিশ্বের প্রথম ৫০টি টুরিং গোষ্ঠীর টিকিটের বিক্রি ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে - প্রায় তিন বিলিয়ন ডলারে৷ কনসার্ট থেকে অর্থোপার্জনে দ্বিতীয় স্থানে হার্ড রক গোষ্ঠী এসি/ডিসি, তাদের আমদানি ১৭৭ মিলিয়ন; তৃতীয় স্থানে আইরিশ গোষ্ঠী ইউ-টু, তারা কামিয়েছে প্রায় ১৬১ মিলিয়ন৷ মজার কথা, চতুর্থ স্থানে সেই মার্কিনি পপস্টার যিনি ম্যাডোনা'র উত্তরাধিকারী বলে পরিচিত: লেডি গাগা৷ ইনি এবং তাঁর ‘‘পোকার ফেস'' গোষ্ঠীর উপার্জন ছিল ১৩৩ মিলিয়নের বেশী৷ অবশ্য লেডি গাগা খেটেছেনও খুব: এক বছরে মোট ১৩৮টি শো করেছেন, তার মধ্যে দুই-তৃতীয়াংশ ছিল মার্কিন মুলুকের বাইরে৷ সে তুলনায় বন জোভি মাত্র ৮০টি জলসা করে৷

হামবুর্গের একটি কনসার্টে লেডি গাগাছবি: picture-alliance / Jazz Archiv

তালিকার অন্যান্যদেরও নাম করা দরকার: পঞ্চমে সেই মেটালিকা গোষ্ঠী, হার্ড রকের অপর স্তম্ভ৷ ষষ্ঠ ক্যানাডার সুকণ্ঠ গায়ক মাইকেল বুবলে৷ আবার অষ্টম স্থানে পাওয়া যাবে বিটলসদের পল ম্যাককার্টনিকে৷ - আর টাকা করার বাইরেও যদি অন্য কোনো কিছু বিচার্য হয়, তা'হলে বলতেই হবে যে, বন জোভি চিরকালই ঐ চটকদার ‘‘সফ্ট রক'' পর্যায়ের গান গেয়ে থাকেন৷ সঙ্গে থাকে রিচি সাম্বোরার ইলেকট্রিক গিটার৷ দেখতে দুজনেই চিরতরুণ, চল্লিশ পার করেও৷ এবং তাঁদের কনসার্টে মহিলাদের ভিড়ই বেশী হয়ে থাকে৷

আসলে পোলস্টারের তালিকা থেকে শুধু দু'টো জিনিষই প্রমাণ হয়: ইন্টানেট থেকে গান ডাউনলোড করার যুগে এই ‘লাইভ' কনসার্টগুলো হলো শিল্পীদের অর্থোপার্জন করার একটি মূল পন্থা৷ দ্বিতীয়ত, শ্রোতা-দর্শকরা সব বয়সের এবং সব ধরণের রুচির৷ তাঁরা নতুন-পুরনো মিশিয়েই গানের দুনিয়াটাকে চান৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ