1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারিন গ্যাস পরিচিতি

ডায়ানা ফং, নটিংহ্যাম/এসি৬ অক্টোবর ২০১৩

গত আগস্ট মাসে দামেস্কের কাছে এই স্নায়ুর গ্যাসের আক্রমণ সিরিয়া সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে৷ কিন্তু কি এই গ্যাস, এবং তা থেকে বাঁচার উপায়ই বা কি?

জাতিসংঘের পরিদর্শকরা সিরিয়ায় সারিন গ্যাস প্রয়োগ হয়েছে কিনা তা যাচাইয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেনছবি: Reuters

সারিন গ্যাস এমনই বিষাক্ত যে, ঘনীভূত অবস্থায় তার একটি কণাই মানুষের মুত্যু ঘটাতে পারে – যদিও সারিন সাধারণত তরল অবস্থাতেই জমা থাকে৷ সেই তরল সারিন জলের মতো স্বচ্ছ এবং সেটা যখন বাতাসে উবে যায়, তখন তা-তে কোনো গন্ধ থাকে না৷ এমনকি তার হদিশ পাবারও কোনো উপায় থাকে না৷ সেই কারণেই গত আগস্টে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে যে মানুষরা উল্টে পড়ে গিয়ে, নিঃশ্বাস না নিতে পেরে প্রাণ হারিয়েছে, তারা বুঝতেও পারেনি কেন, অথবা কোন বিষে তাদের মৃত্যু ঘটছে৷

সারিন প্রধানত শরীরের স্বয়ম্ভর স্নায়ু প্রণালীকে প্রভাবিত করে – যে অনিচ্ছাচালিত পেশিগুলি হজমশক্তি, শ্বাস গ্রহণ কিংবা হাত-পা নাড়াচাড়ার মতো শারীরিক কর্মগুলিকে নিয়ন্ত্রণ করে৷ যেমন নিঃশ্বাস নেওয়ার সংকেতটি আসে স্নায়ুকোষগুলির কাছ থেকে পেশির কোষগুলির কাছে৷ যে রাসায়নিক দূতেরা এই বার্তা বহণ করে আনে তাদের বলা হয় ‘নিউরোট্রান্সমিটার্স'৷ বার্তাটি দেওয়া হয়ে গেলেই অ্যাসেটিলকোলাইন নিউরোট্রান্সমিটারটির কাজ শেষ – এর পর এনজাইমরা সেটিকে ভেঙে ফেলে; যা পড়ে থাকে, তা হলো কোলাইন, যা শরীরে রিসাইকল্ড হয়, এবং অ্যাসেটিক অ্যাসিড, যা জলের সঙ্গে মিশে ভিনিগার হয়ে পরে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়৷

‘প্যাক-ম্যান'

যে এনজাইমটি এই গুরুত্বপূর্ণ কাজ করে সেটিকে বলা হয় ‘প্যাক-ম্যান মলিকিউল'৷ এই প্যাক-ম্যান মলিকিউলকে যদি তার কাজ করতে না দেওয়া হয় – সারিন গ্যাস ঠিক যে প্রভাব ফেলে – তাহলে পেশি আর স্নায়ুর জংশনে বিপুল পরিমাণ নিউরোট্রান্সমিটার জমে যায়, যেন পেশিটির সুইচ স্থায়ীভাবে ‘অন' করে দেওয়া হয়েছে৷ ফলে একটানা পেশির সংকোচন চলতে থাকে৷ অর্থাৎ মস্তিষ্ক সেই পেশিকে অন্য কিছু করার সংকেত পাঠালেও সেই সংকেত পৌঁছায় না৷ এভাবেই, সারিনের প্রভাবে চোখ থেকে জল পড়াও থামবে না, যেমন পেশির কাঁপুনিও থামে না৷

এই স্থায়ীভাবে ‘অন' করে রাখা সুইচ যখন ফুসফুসের ডায়াফ্রামকে প্রভাবিত করে, তখনই সারিন মারাত্মক হয়ে ওঠে৷ স্নায়ুকোষগুলি অ্যাসেটিলকোলাইনের বার্তা পাঠাতে থাকে যে, পেশির কোষগুলির শুধুই নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে না – যার ফলে দম আটকে মৃত্যু ঘটতে পারে৷

ছবি: Reuters

সারিন যে শুধু নিঃশ্বাসের সঙ্গেই শরীরে ঢোকে, এমন নয়৷ গায়ের ত্বক এবং চোখের মাধ্যমেও সারিন শরীরে প্রবেশ করতে পারে৷

প্রতিষেধক

এক্সপোজার কম হলে সারিনের প্রভাব থেকে প্রাণে রক্ষা পাওয়া সম্ভব৷ একটি অ্যান্টিডোটের নাম হলো প্রালিডক্সাইম, যা প্যাক-ম্যান এনজাইমগুলো থেকে সারিনকে বিচ্ছিন্ন করে৷ এর ফলে এনজাইমটি পুনরায় সক্রিয় হয়ে অ্যাসেটিলকোলাইনকে ভেঙে ফেলার কাজ শুরু করতে পারে৷

অ্যান্টিডোট হাতের কাছে না থাকলে, এক গ্লাস জলে এক চামচ বেকিং সোডা গুলে, সেই জলে একটি তোয়ালে ভিজিয়ে, সেই তোয়ালের ভিতর দিয়ে রোগীকে নিঃশ্বাস নেওয়ানো যেতে পারে৷ এই অ্যালকালাইন সলিউশনটির ফলে সারিনের প্রকোপের প্রশমন হয়৷

সারিনের বিধ্বংসী ক্ষমতা আবহাওয়ার উপরেও নির্ভর করে৷ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস হলে, সারিন বাতাসে থাকে দুই থেকে বিশ দিন পর্যন্ত৷ ২৫ ডিগ্রি গরম হলে সেটাই কমে এক থেকে দশ দিন হয়ে যায়৷ খুব ঠান্ডা হলে – যেমন শূন্য ডিগ্রিতে – সারিন অথবা অন্যান্য স্নায়ুর গ্যাস এক বছর পর্যন্ত বাতাসে থাকতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ