1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্ককে কার্যকর করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

৭ জানুয়ারি ২০১২

রাজনৈতিক কারণে সার্ক দেশগুলো তাদের অনেক সম্ভাবনাকে ব্যবহার করতে পারছে না৷ আর এ কারণে সার্ক এখনো সত্যিকার অর্থে কার্যকর আঞ্চলিক ফোরামে পরিণত হতে পারেনি৷ এ কথা জানিয়েছেন, সার্কভুক্ত দেশের ব্যবসায়ীরা৷

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান (বামে)ছবি: picture-alliance/dpa

আর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক বাধা দূর করে সার্ককে কার্যকর সংগঠনে পরিণত করার আহ্বান জানিয়েছেন৷

সার্ক চেম্বার এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজন করা হয়েছে সাউথ এশিয়ান ইয়ুথ অ্যান্ড বিজনেস কমিউনিটি কনভেনশন৷ এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বর অন্যান্য আঞ্চলিক জোট ও ফোরামভুক্ত দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ৫০ ভাগেরও বেশি৷ আর সার্ক দেশগুলোর আন্ত:ব্যবসা-বাণিজ্য মাত্র ৫ ভাগ৷ এজন্য এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ রাজনীতিকে দায়ী করছেন৷ তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্য নয়, রাজনৈতিক বাধার কারণে সার্ক দেশগুলো নেপাল ও ভুটানের জলবিদ্যুতের বিশাল সম্ভাবনাকে ব্যবহার করতে পারছে না৷

সার্কের মহাসচিব ফতিমাত দিয়ানা সাঈদ বলেন, সার্কভুক্ত দেশগুলোর বহুক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে৷ তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, সীমান্ত সমস্যা, পানি সমস্যা ও নানা রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে৷

কনভেনশনের উদ্বোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, সার্ক যে লক্ষ্যে গঠন করা হয়েছিল তা অর্জন সম্ভব হয়নি৷ তিনি বলেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক বাড়িয়ে সামনের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে৷

রাষ্ট্রপতি বলেন, তারুণ্যই এই সময়ের সবচেয়ে বড় শক্তি৷ তরুণরাই পারবে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে৷ তিনি সার্ক নেতাদের তরুণদের এগিয়ে যাওয়ার পথ করে দেয়ার আহ্বান জানান৷

এই সম্মেলনে সার্কের ৮টি দেশের ব্যবসায়ী নেতা, পদস্থ কর্মকর্তা এবং তরুণরা অংশ নিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ