1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্কভুক্ত দেশগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে

১১ নভেম্বর ২০১১

সার্কভুক্ত দেশগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিশ্লেষকরা৷ তারা মনে করেন, নেপাল ভুটান ও ভারতে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কমপক্ষে ২ লাখ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব৷

দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছেছবি: AP

হিমালয় পর্বতমালার কারণে নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে৷ আর এই বিদ্যুৎ পুরো সার্ক অঞ্চলের বিদ্যুতের ঘাটতি মেটাতে সক্ষম৷ তবে এই বিদ্যুৎ উৎপাদনে দরকার ভারতের সহায়তা৷ কারণ ওই দু'টি দেশের পক্ষে এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়৷ এমন অভিমত বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসেনের৷

আর বাংলাদেশের জ্বালানি সচিব আবুল কালাম আজাদ বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুতের যে সম্ভাবনা আছে তাদের চাহিদার অতিরিক্ত৷ তাই তারা যদি অন্য দেশে এই বিদ্যুৎ রফতানির সুযোগ পায় তাহলেই তারা তা উৎপাদনে আগ্রহী হবে৷

হিমালয় থেকে ভারত ও চীন হয়ে অনেক নদী সমতলে নেমেছেছবি: picture alliance/landov

বাংলাদেশ আশাবাদী এই জলবিদ্যুৎ নিয়ে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, সার্ক গ্রিড স্থাপন সম্ভব হলে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে৷

এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সার্কদেশগুলো এক হয়ে কাজ করলে তার সুফল পাওয়া যাবে৷ এবারের সার্ক শীর্ষ সম্মেলনে এই বিষয়টি গুরুত্ব পাওয়ায় আশাবাদী বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত৷ তিনি সীড ব্যাংক স্থাপনের উদ্যোগকেও সাধুবাদ জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ