1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্কোজি মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন

২৩ মার্চ ২০১০

রবিবার ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় পর্বে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি’র রক্ষণশীল ইউএমপি দল বামেদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়৷ সার্কোজির প্রাথমিক প্রতিক্রিয়া: মন্ত্রিসভায় রদবদল৷

নির্বাচনী জয়ের পর রবিবার সমাজতন্ত্রী নেত্রী মার্তিন অব্রিছবি: AP

সোমবারই সার্কোজি প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ফিলোঁ'র সঙ্গে মিলিত হয়ে মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য নতুন সদস্যদের সঙ্গেও মিলিত হন: যেমন প্রাক্তন প্রেসিডেন্ট জাক শিরাক-এর সরকারের সদস্য ফ্রঁসোয়া বারোয়াঁ, যিনি নাকি বাজেট মন্ত্রী এরিক ওয়ের্থ-এর বিকল্প হবেন৷ ওয়ের্থ আবার শ্রম মন্ত্রী পদে সাভিয়ের ডারকোস-এর বদলি হবেন৷ ‘ল্য মঁদ' পত্রিকা জানাচ্ছে, দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী মার্টিন হির্শ্ এবং অর্থনৈতিক নিরাময় মন্ত্রী পাত্রিক্ দেভেদিয়ান'কেও নাকি যেতে হবে৷ মনে রাখা দরকার: সার্কোজি ২০০৭ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে, তিনি ফ্রান্সের অর্থনীতিকে চাঙ্গা করবেন এবং বেকারত্ব দূর করবেন৷ কিন্তু গত বছরের মন্দায় ফ্রান্সে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে, যা কিনা বিগত দশকে সর্বোচ্চ৷

সম্প্রতি ফরাসি তেলের কোম্পানি ‘টোটাল’-এর কর্মীদের ধর্মঘটছবি: AP

‘‘জেগে ওঠার ডাক''

রবিবারের নির্বাচনের ফলাফল ছিল অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে শীঘ্র ব্যবস্থা নেবার দাবীতে এক ধরণের ‘‘জেগে ওঠার ডাক'', এ-কথা বলেছেন সারকোজির চিফ অফ স্টাফ ক্লদ গেয়ঁ স্বয়ং৷ সমাজতন্ত্রীদের নেতৃত্বাধীন বিরোধীজোট এ'দিন ইউএমপি'কে হারায় প্রায় ৫৪ বনাম ৩৬ শতাংশ ভোটে৷ ওদিকে অভিবাসন বিরোধী, চরম দক্ষিণপন্থী ফ্রঁ নাশিওনাল নয় শতাংশের বেশী ভোট পেয়েছে৷ ফ্রান্সের মুখ্য রাজ্যাঞ্চলের ২২টি অঞ্চলের মধ্যে একমাত্র রক্ষণশীলদের পুরাতন ঘাঁটি আলসাস্ এখনও ইউএমপি'র হাতে৷ এই পরিস্থিতিতে সমাজতন্ত্রীদের দলনেত্রী মার্তিন অব্রি বলেছেন: ‘‘আমরা এই জয়কে দায়িত্বের সঙ্গে গ্রহণ করছি৷ বামজোটের জয় প্রেসিডেন্ট এবং তাঁর সরকারের রাজনীতিকে প্রত্যাখ্যানের অভিব্যক্তি৷ এটা একটি অন্যায্য রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ, যে রাজনীতি সুবিধাভোগীদের জন্য করহ্রাসের ব্যবস্থা করে, কিন্তু বেকারত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করে না৷''

সমাজতন্ত্রী সভানেত্রী পদে অব্রি’র প্রতিদ্বন্দ্বী ছিলেন সেগোলিন রোইয়ালছবি: AP

সমাজতন্ত্রীদের দলীয় কোঁদল

এই নির্বাচন ছিল ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সার্কোজির জনপ্রিয়তার শেষ অগ্নিপরীক্ষা৷ অবশ্য সমাজতন্ত্রীরা ২০০৪ সালের আঞ্চলিক নির্বাচনেও অনুরূপভাবে জিতেছিল, এবং তা' সত্ত্বেও ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতন্ত্রী প্রার্থী সেগোলিন রোইয়াল সার্কোজির কাছে হারেন৷ তার একটি কারণ ছিল সমাজতন্ত্রীদের দলীয় কোঁদল৷ মার্তিন অব্রি ২০০৮ সালে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার পর দলের ভার নেন, কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন যে রোইয়াল এবারও পশ্চিম ফ্রান্সে তাঁর নিজস্ব অঞ্চলে বিপুল ভোটে জয়লাভ করেছেন৷ কাজেই কোনো একটি প্রার্থীর পিছনে দলকে ঐক্যবদ্ধ করা খুব সহজ কাজ হবে না৷

সবুজদের আশা

ফ্রান্সের মুখ্য পরিবেশবাদী দলের নাম ইউরোপ ইকোলজি৷ ফরাসি সবুজরা আজ ফ্রান্সের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি, এবং তাদের মূল প্রেরণাদাতা হলেন প্রাক্তন ছাত্র আন্দোলন নেতা ডানিয়েল কন-বেন্ডিট, যিনি জার্মানিতেও সবুজদের উত্থানে তাঁর বিশেষ অবদান রেখেছেন৷ ফরাসি সবুজরা এবার একটি বাদে সব ক'টি অঞ্চলে সমাজতন্ত্রীদের সঙ্গে জোট বেঁধেছে৷ সবুজদের আশা, তারা ২০১২-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে সমাজতন্ত্রীদের সঙ্গে জোট বাঁধবে এবং একটি যৌথ প্রার্থী দেবে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ