1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্ক শীর্ষ সম্মেলনে থিম্পু ঘোষণা গৃহীত

২৯ এপ্রিল ২০১০

শেষ হলো ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন৷ ভুটানের রাজধানী থিম্পুতে ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীর বৈঠক এবং ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক ছিল শেষ দিনের সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষক বিষয়৷

ছবি: AP

বুধবারই জানানো হয়েছিল সার্ক সম্মেলনের এক পর্যায়ে প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক করবেন৷ ড. মনমোহন সিং এবং ইউসুফ রাজা গিলানির বৈঠক নিয়ে বেশ আগ্রহ ছিল সকলের মধ্যে৷ তবে সাইড লাইনের এই বৈঠকে তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হলেও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুই নেতা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা শান্তি প্রক্রিয়া আবারো শুরু করতে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে বসবেন৷

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন বৃহস্পতিবারই৷ এ বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের সাংবাদিক ফরাজী আজমল হোসেনকে৷ তিনি জানালেন, থিম্পুতে বৃহস্পতিবার সকালে সার্ক ভিলেজের ইন্ডিয়া হাউজে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতকালে ড. মনমোহন সিং জানিয়েছেন, চলতি বছর জানুয়ারি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষ করে ২শ' মেগাওয়াট বিদ্যুৎ রফতানি এবং বাংলাদেশকে একশ' কোটি ডলারের সহজ শর্তের ঋণ প্রদানের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে৷

ছবি: AP

বৈঠককালে দুই নেতা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দু'টি প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেছেন৷ প্রায় আধ ঘন্টা স্থায়ী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ড. মনমোহন সিং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে শেখ হাসিনাকে তাঁর দেশের সমর্থনের আশ্বাস দিয়েছেন৷

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরো অবহিত করেন যে, তার সরকার তিস্তার পানি বন্টন সংক্রান্ত চুক্তির খসড়া চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷ সম্প্রতি ভারত সরকারের কাছে এই চুক্তির খসড়া হস্তান্তর করা হয়েছে৷

ড. সিং কমিটি অব এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন (সিড)'এ বাংলাদেশের প্রার্থিতার প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেন৷

ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিনে পরিষেবা খাত এবং পরিবেশ বিষয়ক দুটি চুক্তি হয়েছে৷ বৃহস্পতিবার থিম্পুর পার্লামেন্টের গ্র্যান্ড হলে শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চুক্তি দুটিতে স্বাক্ষর করেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা৷ এছাড়া গ্রহণ করা হয়েছে থিম্পু ঘোষণা৷এই ঘোষণায় জলবায়ু পরিবর্তনের ধকল সামলাতে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ