1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্চ সেবায় জাদু দেখাচ্ছে গুগল

৯ সেপ্টেম্বর ২০১০

জাদুকর কিংবা গণকঠাকুরের মতো গুগলও আপনার মনের কথা পড়তে চাইছে৷ তাই এবার থেকে এক অক্ষর লিখলেই শুরু হবে খোঁজা৷ এমনকি চাপতে হবে না এন্টার বাটনও৷ বরং আপনার কাঙ্ক্ষিত শব্দের অক্ষর বদলের সঙ্গে সঙ্গেই বদলাবে খোঁজের সব ফলাফল৷

খোঁজের কাজে সময় কমাচ্ছে গুগলছবি: AP

মঙ্গলবার নতুন এই খোঁজ সেবার কিছু নমুনাও দেখিয়েছে গুগল কর্মকর্তা মারিসা মেয়ার৷ তিনি খোঁজ বাক্সে ‘ডব্লিউ' লেখার সঙ্গে সঙ্গেই গুগলের পাতা জুড়ে হাজির আবহাওয়ার নানা তথ্য৷ এমনকি ছবিও৷ অথচ মেয়ার কিন্তু তখনও এন্টার বাটনটি চাপেননি৷ এমনকি পুরো শব্দটাও লিখে শেষ করেননি তিনি৷ মেয়ার এর কথায়, আমরা বোঝার চেষ্টা করছি, একজন গুগল ব্যবহারকারী ঠিক কী খুঁজতে চাইছেন৷ সে মতই আগেভাগে ফলাফল হাজিরের চেষ্টা এটি৷

সংস্থাটি এই সেবার নাম দিয়েছে ‘গুগল ইন্সট্যান্ট'৷ এর মূল্য লক্ষ্য একটাই, সময় বাঁচানো৷ গুগলের হিসেবে একজন ব্যবহারকারী কোন একটি শব্দ লিখতে সময় নেন গড়ে ৯ সেকেন্ড৷ এরপর কাঙ্ক্ষিত উত্তর খুঁজে নিতে সময় লাগে আরো ১৫ সেকেন্ড৷ ‘গুগল ইন্সট্যান্ট' এক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় বাঁচিয়ে দেবে৷

অবশ্য ইতিমধ্যেই ‘গুগল ইন্সট্যান্ট' নিয়ে কিছুটা সমালোচনাও শোনা যাচ্ছে৷ টেকনোলজি ব্লগার হ্যারি ম্যাকরাকেন-এর কথায়, খুঁজতে গিয়ে দু-এক সেকেন্ড কমবেশি লাগা এমন বড় কোন বিষয় নয়৷ সমস্যা হচ্ছে ‘গুগল ইন্সট্যান্ট' খোঁজা শেষ করার আগেই অনেক অহেতুক লিংক দেখাবে৷ এতে আমি মোটেই আগ্রহী নই৷

সে যাই হোক, গুগলের এই নতুন সেবা বুধবার থেকেই চালু মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ইউরোপের ইন্টারনেট জগতেও এর দেখা মিলবে আগামী কয়েকদিনের মধ্যে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ