1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্ধশতবর্ষ রবীন্দ্রনাথের প্রতি দৃষ্টি ফেরাবে মানুষের: রামেন্দু মজুমদার

৫ জুলাই ২০১১

বাংলাদেশে রবীন্দ্রচর্চা তার আদিপর্বে যুক্ত হয়ে গিয়েছিল সাংস্কৃতিক স্বাধিকারের লড়াইয়ের সঙ্গে৷ স্বাধীনতা যুদ্ধকালেও প্রেরণা যুগিয়েছিল রবীন্দ্রনাথের গান৷ বার্লিনে এভাবেই রবীন্দ্রচর্চার নানা দিক তুলে ধরলেন রামেন্দু মজুমদার৷

Eminent curltural personality from Bangladesh, Mr. Ramendu Majumdar accompanied Mr.Abul Kalam Azad, minister for Information & cultural affairs of Bangladesh to Berlin in July 2011. Foto: DW/Abdullah Al-Farooq, 02.07.2011, Berlin
আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি ও ‘থিয়েটার' নাট্যগোষ্ঠীর প্রধান রামেন্দু মজুমদারছবি: DW

১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক বৈরী পরিবেশে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন রবীন্দ্রচর্চার ক্ষেত্রে এক মাইল ফলক হয়ে দেখা দিয়েছিল৷ আর আজ স্বাধীন বাংলাদেশে পালিত হচ্ছে রবীন্দ্রনাথের জন্মের সার্ধ শতবর্ষ৷ সেই সূচনাকালের রবীন্দ্রচর্চার কথা বললেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি ও ‘থিয়েটার' নাট্যগোষ্ঠীর প্রধান রামেন্দু মজুমদার: ‘‘নানা উপচারে রবীন্দ্রনাথকে উপস্থিত করার বিভিন্ন প্রকল্প কার্যকর হচ্ছে বাংলাদেশে৷ সরকারের পক্ষ থেকে অর্থও বরাদ্দ করা হয়েছে৷ এই বিপুল কর্মকাণ্ডের তাৎপর্য সুদূরপ্রসারী৷''

তিনি বলেন, ‘‘এই সার্ধশতবার্ষিকী, আমি মনে করি, রবীন্দ্রনাথের প্রতি আবার দৃষ্টি ফেরাবে আমাদের দেশের মানুষের৷ কেননা রবীন্দ্রনাথ তো অনেকটা বিদ্বজ্জনের মধ্যে সীমাবদ্ধ৷ যদিও তাঁর গানের আবেদন অনেক বেশি৷ কিন্তু তাঁর সাহিত্য শুধু শিক্ষিত মানুষরাই পাঠ করেন৷ এইটার প্রতি মানুষের আগ্রহ এখন বাড়বে বলেই আমার মনে হয়৷''

এই সব কর্মকাণ্ডের সঙ্গে, বিশেষ করে রবীন্দ্রনাট্য কর্মসূচির সঙ্গে, বাংলাদেশের তরুণ সম্প্রদায়ও সবিশেষ যুক্ত৷ এটা অত্যন্ত আশার কথা, বলেন রামেন্দু মজুমদার৷ তিনি দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব৷ মঞ্চায়নের ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাটক কেন বাংলাদেশে মোটামুটি উপেক্ষার শিকার? রামেন্দুর জবাব: ‘‘আমাদের সবারই ধারণা, রবীন্দ্রনাথের নাটক খুব জটিল৷ এবং তা সাধারণ দর্শকের উপযোগী নয়৷ যদিও বিচ্ছিন্নভাবে ‘নাগরিক' নাট্যগোষ্ঠী রবীন্দ্রনাথের বেশ কয়েকটি মৌলিক নাটক করেছে৷ আমরাও থিয়েটার গোষ্ঠী থেকে রবীন্দ্রনাথের ‘দুই বোন' ও ‘ঘরেবাইরে'র নাট্যরূপ মঞ্চস্থ করেছি৷ সেগুলো খুবই জনপ্রিয় হয়েছিল৷ কিন্তু মৌলিক নাটক করার সময়ই একটা ভীতি কাজ করেছে৷ বোধহয় ঠিকমত পরিবেশন করতে পারবোনা - বা দর্শক সেটা বুঝতে পারবেননা৷ কিন্তু আমরা মনে করি, রবীন্দ্রনাথের নাটক যদি ভালভাবে প্রযোজনা করা যায়, অবশ্যই তা দর্শকের কাছে পৌঁছবে৷ এবার আমরা রবীন্দ্রনাথের ‘মুক্তধারা' নাটকটি মঞ্চস্থ করলাম৷ তা থেকে মনে হয়েছে, রবীন্দ্রনাথের নাটকের নানা ব্যাখ্যা সম্ভব৷ এবং যেটা খুবই সমসাময়িক বলে মনে হয়৷ এই সার্ধ শতবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র নাট্যচর্চা অনেক বেগবান হবে বলে আমি মনে করি৷''

রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ, পতিসর ও শাজাহাদপুর - এই সব জায়গাকে কেন্দ্র করে একদিকে যেমন তাঁর সমাজভাবনাটা আসবে, তেমনি অন্যদিকে পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে এইসব জায়গা: রামেন্দু মজুমদারছবি: DW

রবীন্দ্রচর্চা কী শুধুই পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ পালনের মাঝে সীমিত থাকার আশঙ্কা রয়েছে? তাঁর বিভিন্নমুখি ভাবনার সঙ্গে পরিচিতির ক্ষেত্রে কিছু ফাঁক থেকে গেছে৷ এই সার্ধ শতবর্ষে তা পূরণের যথেষ্ট সুযোগ আছে বলে রামেন্দু মজুমদার মনে করেন৷ তাঁর কথায়, ‘‘রবীন্দ্রনাথের একদিকে সৃষ্টির ব্যাপার আছে৷ অন্যদিকে তাঁর যে সমাজ ভাবনা, শিক্ষা ভাবনা, তাঁর পরিবেশ ভাবনা, পল্লি পুনর্গঠন ভাবনা৷ রবীন্দ্রনাথের এই দিকটা সত্যিকার অর্থে উন্মোচিত হত না যদি না তিনি বাংলাদেশে থাকতেন৷ তাঁর জীবনের প্রায় দশ বছর তিনি বাংলাদেশে কাটিয়েছেন৷ সেই সময় তিনি পল্লির মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন৷ আজকে ক্ষুদ্রঋণের কথা বলা হচ্ছে৷ সমবায়ের কথা বলা হচ্ছে৷ এগুলো রবীন্দ্রনাথ পরীক্ষা করে গেছেন নিজের হাতে৷ সুতরাং এইযে পরীক্ষা নীরিক্ষা তিনি করেছেন তার থেকে এই শ্রীনিকেতনের ভাবনা এসেছে তার মধ্যে৷ সুতরাং আমি মনে করি, আমরা রবীন্দ্রনাথের ঐসব দিকে আবার মনযোগী হব৷ এবং বিশেষ করে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহ, পতিসর ও শাজাহাদপুর এই সব জায়গাকে কেন্দ্র করে একদিকে যেমন তাঁর সমাজভাবনাটা আসবে, তেমনি অন্যদিকে পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে এইসব জায়গা৷''

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ