1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ে সাগরের ঢেউ!

হলগার ত্রেচাক / এসি২৩ নভেম্বর ২০১৩

কাছেপিঠে কোথাও সমুদ্র নেই, অথচ বিশ্বের সেরা সার্ফাররা তাদের পরবর্তী চ্যাম্পিয়নশিপের জন্য ঠিক এখানেই প্রস্তুত হচ্ছে৷ তবে প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাওয়াই দ্বীপে নয় – বরং স্পেনের উত্তরে পাহাড়ি এলাকায়৷

SURF-FRANCE-POLYNESIA Bildunterschrift: TEAHUPOO REEF - JUNE 1: United States Garrett McNamara (L) and United States Mark Healey (R) compete during a free session of surf tow in, in the southern Pacific ocean island of Tahiti, French Polynesia, on June 1, 2013 in Teahupoo. (Photo by GREGORY BOISSY/AFP/Getty Images) Erstellt am: 01 Jun 2013
ফাইল ফটোছবি: GREGORY BOISSY/AFP/Getty Images

এ এমন এক প্রকল্প, যেখানে বোতাম টিপলেই ঢেউ আসে৷ প্রকল্পের প্রধান কারিন ফ্রিশ নিজেই সার্ফ করে দেখাচ্ছেন: ঢেউটি বেশ সমানভাবে বয়ে যাচ্ছে, সার্ফিং করার পক্ষে আদর্শ৷ কয়েক বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার পর এসেছে এই সাফল্য৷ ‘ওয়েভগার্ডেন' বা ‘তরঙ্গোদ্যান'-এর প্রতিষ্ঠাতা শোনালেন সে কাহিনি: ‘‘সারা বছর কোনো না কোনো সমস্যা লেগে থাকে৷ আমরা যখন ভাবছি, চমৎকার ঢেউ হচ্ছে, তখনই আবার কিছু একটা খারাপ হয়ে যায়৷''

প্রকল্পটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ তা সত্ত্বেও উদ্ভাবক কারিন ফ্রিশ ও তাঁর স্প্যানিশ স্বামী ইতিমধ্যেই সারা বিশ্বে ডিজাইনটা বেচতে শুরু করেছেন৷ কারিনের ছোট ছেলেও এখানে সার্ফিং করতে ভালোবাসে৷ তার যখন সাত বছর বয়স, তখন তার বাবা-মা ঢেউ-এর ফিজিক্স নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেন৷ অবশ্য ড্রেজার দিয়ে কাটা খাতে ঢেউ বয় অন্যভাবে৷

বিনিয়োগকারীর কোনো অভাব নেই

ঢেউ তৈরির প্রণালীটা ঠিক কীভাবে কাজ করে, সেটা ট্রেড সিক্রেট৷ প্রকল্পটিতে ইতিমধ্যেই বেশ কয়েক মিলিয়ন ইউরো ঢালা হয়েছে৷ গোড়ায় সেই বিনিয়োগের কিছুটা আসে স্পেনের বাস্ক প্রদেশের সরকারের কাছ থেকে৷ আজও বিনিয়োগকারীর কোনো অভাব নেই৷ ইউরোপের সবচেয়ে বড় সার্ফবোর্ড নির্মাতা এখানে লোক পাঠান তাদের নতুন সার্ফবোর্ডগুলো টেস্ট করার জন্য৷ তারাও এই ‘ফেসিলিটি' দেখে চমৎকৃত৷ সার্ফবোর্ড নির্মাতা ‘পুকাস'-এর প্রতিনিধি আদুর লেতামেন্দিয়া বলেন, ‘‘আজ সকালে আমি নিজে সার্ফ করে দেখেছি – খুবই ভালো লেগেছে৷ ঢেউটা খুবই সমান আর তার গতিও অনেক বেশি৷ সাগরে ওরকম সমান ঢেউ হয় না৷ এখানে ঢেউটা পার্ফেক্ট – নানা আকৃতির ঢেউ, যার ফলে আরো জমিয়ে সার্ফ করা যায়৷''

ট্রেড সিক্রেটের এটুকু ফাঁস করা চলে যে, খাতের মাঝখানে একটি সেন্ট্রাল বার মাউন্ট করা আছে, যা বরাবর লাঙলের মতো ব্লেড বা ব্লেডেড শভেল-টি চলে যায় – সেটাই ঢেউ তৈরি করে৷ জার্মান স্থপতি ফিলিপ ফন বাউম এই ডিজাইনে সংশ্লিষ্ট ছিলেন৷ তিনিই খাতের তলার প্রোফাইলটা ডিজাইন করেছেন৷ ঢেউ তৈরির শভেলটি নিয়েও উত্তরোত্তর গবেষণা চলেছে৷ প্রতিটি ঢেউ-এর মাপজোক রাখা হয়৷ ‘ওয়েভগার্ডেন'-এর স্থপতি ফিলিপ বাউম বলেন, ‘‘সত্যি বলতে কি, আমরা একটা ইঞ্জিনিয়ারিং সংস্থা৷ আমরা কোনো কিছু কপি করতে পারি না, সব কিছু নিজেদেরই ডেভেলপ করতে হয়৷ আমরা কিন্তু বহুদূর এগিয়েছি এবং এখনই এই প্রণালী বাজারে ছাড়া যায়৷''

তরঙ্গোদ্যানের বাজার ভালো

অস্ট্রেলিয়ার এক খরিদ্দার ইতিমধ্যেই স্পেনে এসে পৌঁছেছেন৷ অ্যান্ড্রু গ্যারি রস ‘ডাউন আন্ডারে' পাঁচটি এই ধরনের ‘ওয়েভগার্ডেন' তৈরি করতে চান৷ তার এক একটি তৈরি করতেই এক কোটি ইউরো খরচ পড়বে৷ রস নিজেই সার্ফিং করতে ভালোবাসেন৷ এবার তিনি গোটা পরিবারের জন্য একটি ওয়েভগার্ডেন তৈরি করবেন৷ রস বলেন: ‘‘সাগরে যদি বড় বড় ঢেউ থাকে, তাহলে আমি নিশ্চয় সাগরের ঢেউ-এর উপরই সার্ফিং করব৷ কিন্তু আমার চার বছরের ছেলে আর আড়াই বছরের মেয়ে এই ওয়েভগার্ডেনেই সার্ফিং করবে৷''

কারিন ফ্রিশ আদতে স্টুটগার্টের বাসিন্দা৷ তিনি এবং তাঁর পরিবার নিজেরাও ঠিক তাই'ই করেন, যা ভবিষ্যতে ওয়েভগার্ডেনের খরিদ্দাররাও করবেন৷ ওয়েভগার্ডেনের খদ্দেরের যে কোনো অভাব হবে না, কারিন সে বিষয়ে নিশ্চিত৷ পানি খুব গভীর নয়, কাজেই কারোর ডোবার ভয় থাকার কথা নয়৷ পর্যটন শিল্পের অন্যান্য প্রকল্পেও ওয়েভগার্ডেন মূল আকর্ষণ হতে পারে৷ ‘ওয়েভগার্ডেন'-এর প্রতিষ্ঠাতা খোসেমা ওদ্রিওসোলা বলেন, ‘‘বিশ্বের যে সব শহরে সার্ফিং হয়, যেমন ক্যালিফোর্নিয়ার সান সেবাস্টিয়ান কিংবা সান্টা ক্রুজ, তাদের সকলেরই চেষ্টা, পর্যটন শিল্পের জন্য সার্ফিং থেকে আর কতোটা প্রোমোশন পাওয়া যায়৷''

খোসেমা-র সাত বছরের ছেলে কাই-ও বলে, সে সাগর চেনে, কিন্তু এখানে সব কিছু অনেক বেশি পরিষ্কার৷ ঢেউগুলি পাইপ অবধি বয়ে যায়, সার্ফিং-এর জায়গাও বেশি থাকে৷ কৃত্রিম সার্ফিং-এর অন্যান্য নানা কনসেপ্ট রয়েছে, কিন্তু সেগুলো সবই কম্পিউটারের মডেল৷ হাতেকলম পরীক্ষা করে দেখাটা শুধু স্পেনের এই পাহাড়গুলোতেই সম্ভব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ