1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসার্বিয়া

সার্বিয়ায় আবার বন্দুকধারীর হামলা, মৃত আট

৫ মে ২০২৩

দুই দিনের মধ্যে দ্বিতীয়বার বন্দুকধারীর হামলা সার্বিয়ায়। বেলগ্রেডের কাছে বন্দুকধারীর তাণ্ডবে মৃত আট, আহত ১৩।

বন্দুকধারীর খোঁজ চলছে।
বন্দুকধারীর খোঁজ চলছে। ছবি: Armin Durgut/AP Photo/picture alliance

গুলি চালাবার পর বন্দুকধারী পলাতক। তাকে ধরার জন্য পুলিশ বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়ে তল্লাশি চালাচ্ছে। ঘটনাটা ঘটেছে বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার দূরে ম্লাডেনোভাক শহরে।

কী হয়েছে?

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি স্কুল চত্বরে অভিযুক্তর সঙ্গে  কয়েকজনের ঝগড়া হয়। তারপর অভিযুক্ত চলে যায়। কিছুক্ষণ পর  অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সে ফিরে আসে। একটা চলন্ত গাড়ি থেকে সে একে একে তিনটি গ্রামে এলোপাথাড়ি গুলি চালায়।

প্রতিটি গাড়ি তল্লাশি করে দেখা হচ্ছে। ছবি: Antonio Bronic/REUTERS

মৃতদের মধ্যে একজন পুলিশ কর্মী ও তার বোন আছেন। ডিউটি শেষ হওয়ার পর পুলিশ কর্মী তার বোনকে নিয়ে ফিরছিলেন।

এরপর ছয়শ পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা শুরু করেছে। বিভিন্ন চেক পয়েন্টে প্রচুর পুলিশ রয়েছে। প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে। পুলিশ তিনটি গ্রামই ঘিরে রেখেছে। অভিযুক্তকে খুঁজতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

তিনটি গ্রামের মানুষ জানিয়েছেন, তারা সারা রাত ঘুমাতে পারেননি। গ্রামে শোকপালন করা হচ্ছে।

শোক চলছে

বুধবার বেলগ্রেডের স্কুলে গিয়ে গুলি চালিয়ে নয়জনকে হত্য়া করেছিল এক কিশোর। রীতিমতো তালিকা বানিয়ে সে স্কুলে গিয়েছিল এবং বাবার বন্দুক দিয়ে গুলি চালায়।

শোক জানাতে এসে নিজেকে সামলাতে পারছেন না অনেকেই। ছবি: Zorana Jevtic/REUTERS

সেই শোক কাটতে না কাটতেই বৃহস্পতিবার দ্বিতীয় ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার রাতে স্কুলেরছেলেমেয়েরা মোমবাতি মিছিল করেছে। স্কুলের শিক্ষকরা শিক্ষা বিভাগের সামনে গিয়ে প্রতিবাদ করেছেন। স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছেন তারা৷

সার্বিয়ার সরকার দুই বছরের জন্য নতুন করে বন্দুকের লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জিএইচ/এসি (রয়টার্স

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ