1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশদি’র স্মৃতিকথা

১৮ সেপ্টেম্বর ২০১২

মার্কিন ভিডিও ফিল্ম নিয়ে গোলযোগ যখন চরমে, ঠিক তখনই প্রকাশিত হল সালমান রুশদির স্মৃতিকথা ‘‘জোসেফ আন্টন’’৷ যোগাযোগটা যে শুভ নয়, রুশদি সেটা নিজেও জানেন৷

ছবি: picture alliance/ZUMA Press

‘‘দ্য স্যাটানিক ভার্সেস''-এর লেখক সালমান রুশদি নিজেই ইরান থেকে জারি এক ফতোয়ার শিকার হয়েছিলেন৷ হয়েছিলেন কেন – এই রবিবার ইরানের খোরদাদ ফাউন্ডেশন ঘোষণা করেছে যে, তারা রুশদির মাথার মূল্য বাড়িয়ে ২৫ লাখ ইউরো করছে৷ খোরদাদ ফাউন্ডেশন সেই সঙ্গে বলেছে, রুশদি আগে নিহত হলে এ'ধরণের ইসলাম বিরোধী ছবি তৈরি হতো না৷

সেই ইসলাম বিরোধী ছবিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে, গত এক সপ্তাহে তা'তে ১৯ জন মানুষ প্রাণ হারিয়েছে৷ ঠিক সেই সপ্তাহেই বেরল রুশদির স্মৃতিকথা, যা'তে তিনি তাঁর লুকিয়ে থাকার, পালিয়ে থাকার দিনগুলি বর্ণনা করেছেন৷ ‘‘বর্তমান পরিস্থিতিতে একটি ইসলাম-সমালোচক বই প্রকাশ করা কঠিন হতো,'' সোমবার বিবিসি'র সাক্ষাৎকারে বলেন রুশদি৷

নতুন বইয়ের কাভারছবি: Random House

সেই সাক্ষাৎকারে রুশদি খোলাখুলি ধর্মের নামে উগ্রপন্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে চিরকালের বিরোধের কথা বলেছেন৷ বলেছেন, ‘‘একটি মুক্ত সমাজে বাস করার অর্থ এই অনুভূতি যে, আমার কথা বলার এবং কাজ করার অধিকার আছে৷''

ফতোয়ার পর গা ঢাকা দেওয়ার সময় রুশদি নিজের জন্য যে ছদ্মনাম বেছে নিয়েছিলেন, সেটা ছিল তাঁর দুই প্রিয় লেখক জোসেফ কনরাড এবং আন্টন চেকভের নামের সমন্বয়৷ তাঁর দেহরক্ষীদেরও নানা রকম ডাকনাম ছিল৷ ফ্যাট জ্যাক এবং ডেনিস দ্য হর্স'এর মতো সুরক্ষা কর্মকর্তাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে গড়ে উঠেছিল রুশদির৷ তারা রুশদিকে লুকিয়ে সিনেমা দেখতে নিয়ে যেতো, রুশদির ছেলে জাফর'এর জন্য পুলিশ স্পোর্টসের মাঠে রাগবি খেলার ব্যবস্থা করত, কফিন নিয়ে যাওয়ার গাড়িতে হাসপাতাল থেকে রুশদিকে ফিরিয়ে আনতো৷ এ'সবই তাঁর স্মৃতিকথায় বর্ণনা করেছেন রুশদি৷

অন্যদিকে ফতোয়ার পরে সেটাও তো তাঁর বন্দিদশা, যার দাম রুশদিকে দিতে হয়েছে তাঁর পর পর দু'টি বিয়ে ভেঙে যাওয়ার ফলে৷ অন্যদিকে বিপদটাও ছিল বাস্তব৷ স্মৃতিকথায় রুশদি বর্ণনা করেছেন, স্যাটানিক ভার্সেস'এর জাপানি অনুবাদক কীভাবে নিহত হন, বইটির ইটালীয় অনুবাদক কীভাবে স্বগৃহে ছুরিকাবিদ্ধ হন৷

আর যে মার্কিন ভিডিও নিয়ে এতো উত্তেজনা, সে বিষয়ে রুশদির মন্তব্য: ‘‘দেখে মনে হয়, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ভিডিও ক্লিপ৷''

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ