1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইবুনালে হাজির হচ্ছেন আজ

৩০ ডিসেম্বর ২০১০

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধ মামলায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার কথা রয়েছে আজ৷ আর দেলওয়ার হোসাইন সাঈদীর লোকজন যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ৷

Bangladesh, Nationalist, Party, BNP, leader, Salah, Uddin, Kader, chowdhury, Dhaka, Bangladesh, সালাহউদ্দিন, কাদের চৌধুরী, ট্রাইবুনাল, হাজির, মাওলানা, দেলওয়ার, হোসাইন, সাঈদী
সালাহউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid Swapan

মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী কারাগারে আটক থাকলেও তাঁর লোকজন যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছেন৷ আর এই অভিযোগে ইতিমধ্যেই পিরোজপুর এলাকায় তাঁর বিরুদ্ধে ৬টি সাধারণ ডায়েরি করা হয়েছে৷ যা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার হায়দার আলী৷ তিনি বলেন, স্থানীয় পুলিশ ওই অভিযোগের তদন্ত করছে৷

তবে সাঈদীর আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রসিকিউশন তার বিরুদ্ধে এখনো যথার্থ কোন অভিযোগ দাঁড় করাতে পারেনি৷ তাই তাঁকে আটক রাখার জন্য ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলেছে৷

বুধবার ট্রাইবুনাল দেলওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন না মঞ্জুর করে ১৫ই ফোব্রুয়ারি তাঁকে আবার হাজির করার নির্দেশ দিয়েছে৷ আর এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে প্রসিকিউশনকে৷

অন্যদিকে বৃহস্পতিবার বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির করার কথা রয়েছে৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে যুদ্ধাপরাধ মামলায়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একাত্তরে চট্টগ্রামে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন৷ নতুনচন্দ্র সিংহ হত্যাকাণ্ড, জগতমল্ল পাড়ায় ৩৮জন এবং ঊনষাট পাড়ায় ৫৯ জনকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ