1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরে গেল বিদ্রোহীরা

১০ আগস্ট ২০১২

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর সালাহেদ্দিন এলাকা থেকে বিদ্রোহীরা সরে গেছে৷ সরকারি বাহিনীর ক্রমাগত গোলা নিক্ষেপ আর শক্তিশালী ‘থার্মোবারিক’ বোমার আঘাতে ঐ এলাকার প্রায় ৪০টি ভবন ধসে পড়েছে৷

ছবি: Reuters

তবে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি'র কম্যান্ডার হোসাম আবু মোহাম্মদ বলেছেন, তাঁরা কৌশলগত কারণে সালাহেদ্দিন থেকে সরে এসেছেন৷ বিদ্রোহীরা সেখান থেকে পার্শ্ববর্তী সুকারি এলাকায় চলে গেছেন বলে জানিয়েছেন তিনি৷ সুকারি থেকেই বিদ্রোহীরা তাদের পরবর্তী অভিযানগুলো পরিচালনা করবে বলে জানিয়েছেন আবু মোহাম্মদ৷

এদিকে সিরিয়ার সরকারি টেলিভিশন বলছে, সেনাবাহিনীর একটি বিশেষ দল সালাহেদ্দিনকে ‘সন্ত্রাসীমুক্ত' করেছে৷

লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলছে, বৃহস্পতিবার সিরিয়ায় সংঘর্ষে ৯৬ জন নিহত হয়েছে৷ এর মধ্যে ৩৭ জন সাধারণ নাগরিক, ৩১ জন সেনাসদস্য ও ২৮ জন বিদ্রোহী৷ এর মধ্যে শুধু আলেপ্পোতেই মারা গেছে প্রায় ১৭ জন৷

সিরিয়ার সরকারি টেলিভিশন বলছে, সেনাবাহিনীর একটি বিশেষ দল সালাহেদ্দিনকে ‘সন্ত্রাসীমুক্ত' করেছেছবি: Reuters

এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজের পর সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ফেসবুক গ্রুপ ‘সিরিয়া বিপ্লব ২০১১'৷ আজকের স্লোগান হচ্ছে ‘‘আমাদেরকে বিমান বিধ্বংসী হাতিয়ার দাও'৷

আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লাখদার ব্রাহিমিকে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূতের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে৷ বিভিন্ন কূটনীতিক সূত্রে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

ব্রাহিমি এর আগে ২০০১ সালের সেপ্টেম্বর হামলার পর আফগানিস্তানে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এছাড়া ২০০৩ সালে মার্কিন বাহিনীর ইরাক অভিযানের পরও তিনি সেখানে জাতিসংঘের দূতের দায়িত্ব পালন করেন৷

আগামী সপ্তাহে ব্রাহিমির নাম ঘোষণা করা হতে পারে৷ তিনি কোফি আনানের স্থলাভিষিক্ত হবেন৷ আনান এ মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন৷ সিরিয়া সমস্যা সমাধানে নিজের দেয়া প্রস্তাব বাস্তবায়নে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন না পাওয়ায় আনান তাঁর পদ থেকে পদত্যাগের আগ্রহ ব্যক্ত করেন৷

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আগামীকাল শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন৷ সেখানে তুর্কি নেতা ছাড়াও সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে খবর৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ