1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহসী লেখার জন্য পুরস্কৃত হলেন রবার্তো সাভিয়ানো

১৭ নভেম্বর ২০০৯

ইটালির প্রখ্যাত লেখক ও সাংবাদিক রবার্তো সাভিয়ানো জার্মানির বুদ্ধিবৃত্তিমূলক পুরস্কার গেসুইস্টার শল প্রাইজ লাভ করেছেন৷ ইটালির মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে সাহসী লেখার স্বীকৃতিস্বরুপ তিনি এই সম্মান লাভ করেন৷

ইটালির লেখক ও সাংবাদিক রবার্তো সাভিয়ানিছবি: picture-alliance/ dpa

সোমবার জার্মানির মিউনিখ শহরে রবার্তো সাভিয়ানোকে এই পুরস্কার তুলে দেওয়া হয়৷ পুরস্কারের অংশ হিসেবে তিনি ১০ হাজার ইউরো লাভ করেছেন৷ জার্মানির দুই ভাই-বোন হান্স এবং সোফি শোল এর স্মরণে এই পুরস্কারটি দেওয়া হয়৷ ১৯৪৩ সালে এই দুই সাহসী ভাই-বোন নাৎসিদের বিরুদ্ধে লিফলেট বিলি করার দায়ে প্রাণ হারান৷ এরপর থেকে বুদ্ধিবৃত্তিক সাহসিকতার পুরস্কার স্বরূপ এই গেসুইস্টার শল প্রাইজ দেওয়া হচ্ছে৷ এবার এই পুরস্কারের জন্য সাভিয়ানোকে নির্বাচিত করার আগে বিচারকদের বক্তব্য ছিল, এমন বিষয় নিয়ে লেখার সাহস রয়েছে তাঁর, যে বিষয়ে কেউ কথা বলতেও সাহস পায় না৷

যে উপন্যাসটি লিখে সাভিয়ানো এই পুরস্কারটি পেলেন তার নাম হচ্ছে ‘মৃত্যুর বিপরীত'৷ কিন্তু তাঁর সর্বজনখ্যাত উপন্যসটির নাম হল ‘গোমোরা'৷ ইটালির সংঘবদ্ধ মাফিয়া চক্রের কথা তো সকলের জানা৷ এমনই এক মাফিয়া চক্রের নাম হচ্ছে কামোরা৷ সাভিয়ানো তাঁর দুঃসাহসী ‘গোমোরা' উপন্যাসে নেপলস শহরের ওই কামোরা মাফিয়া চক্রের অনেক অজানা তথ্য তুলে ধরেন৷ উপন্যাসটি গোটা বিশ্বে তোলপাড় ফেলে দেয়৷ এখন পর্যন্ত ৪০ লাখ কপি বিক্রি হয়েছে৷ তবে এই উপন্যাস লেখার পর সাভিয়ানোর জীবন পড়েছে হুমকির মুখে৷ তাই সার্বক্ষণিক পুলিশী নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে হয় এই লেখককে৷

পুরস্কার নেওয়ার আগে এক সাক্ষাৎকারে মাফিয়া চক্রের অপরাধ নিয়ে নানা কথা বলেন রবার্তো সাভিয়ানো৷ তিনি বলেন, বিশ্ব আর্থিক মন্দার কারণে সংঘবদ্ধ অপরাধের মাত্রা আরো বেড়েছে৷ স্বয়ং ইটালির সরকার প্রতি বছর এসব সংঘবদ্ধ অপরাধী চক্রের কাছ থেকে ১০০ বিলিয়ন ইউরো রাজস্ব পেয়ে থাকে৷ তিনি জানান, তার উপন্যাস ‘গোমোরা' জনপ্রিয় হওয়াটা আশার ব্যাপার৷ কারণ মানুষ মাফিয়াদের অপরাধ সম্পর্কে সচেতন হচ্ছে৷ রবার্তো সাভিয়ানো মাফিয়াদের তৎপরতাকে ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিভিন্ন আইনের মধ্যে সমন্বয় সাধনের জন্য আহ্বান জানান৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ