1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে অবদান

১২ মার্চ ২০১২

বাংলা সাহিত্য ও ভাষার জন্য যারা কাজ করছেন তাদের স্বীকৃতি দিতে এগিয়ে এলো ব্লগাররা৷ তাদের সংগঠন ব্লগারস ফোরাম সম্প্রতি সম্মাননা দিয়েছে ফাদার মারিনো রিগনকে৷ বাংলা সাহিত্য এবং মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন এই পাদ্রী৷

Blogger und Dichter Zaman Arshed aus Bangladesch in Dhaka Ekhushey Buchmesse 2012
ছবি: Zaman Arshed

ব্লগারস ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য জামান আরশাদ জানান, ব্লগারস ফোরাম পুরোপুরি একটি অরাজনৈতিক সংগঠন৷ ব্লগারদের নিয়েই এই সংগঠনের কাজ৷ ব্লগে লেখালেখির পাশাপাশি নানা ধরণের সামাজিক কার্যক্রমের সঙ্গেই তারা জড়িত৷ যেমন শীত বস্ত্র বিতরণ সহ দুঃস্থদের সহায়তা প্রদান৷ এছাড়া নিমতলির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকেও সহায়তা করেছিল ব্লগারস ফোরাম, জানান জামান আরশাদ৷ উল্লেখ্য, জামান আরশাদ নিজেও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন অনেকদিন ধরে৷

তিনি জানান, এই বছর থেকে ব্লগারস ফোরাম তাদের পক্ষ থেকে পদক চালু করেছে৷ যেসব বিশিষ্ট ব্যক্তি বাংলা ভাষা ও সাহিত্য এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন তাঁদেরকে সম্মান দিতেই ‘ব্লগারস ফোরাম' পদক চালু করা হয়েছে৷ এই বছর সম্মাননাটি পেয়েছেন ফাদার মারিনো রিগন৷ আরশাদ জানান, দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশে বাস করেছেন ইটালিতে জন্ম দেওয়া ফাদার মারিনো রিগন৷ মুক্তিযুদ্ধের সময় এই ধর্মযাজক মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেছেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন৷

এছাড়া বাংলা সাহিত্য নিয়েও বেশ কাজ করেছেন ফাদার মারিনো রিগন৷ গীতাঞ্জলী সহ রবীন্দ্রনাথের অনেক গল্প উপন্যাস সরাসরি ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন তিনি৷ এছাড়া লালন সঙ্গীতও তিনি অনুবাদ করেছেন নিজের ভাষাতে৷ সরাসরি বাংলা থেকে ইতালীয়তে অনুবাদ করার ফলে সাহিত্যের মৌলিক ভাবধারা অক্ষুন্ন থেকেছে বলে মনে করেন, লেখক আরশাদ জামান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ