1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে নোবেল পেলেন সুররিয়াল কবি ট্রানশট্রোমার

৬ অক্টোবর ২০১১

অনেক অপেক্ষা থাকে এই পুরস্কারের ঘোষণার জন্য৷ সাহিত্যে নোবেল৷ এবার সুইডেনের কবি টোমাস ট্রানশট্রোমার-এর নাম ঘোষণা করল নোবেল কমিটি৷ যে কবি মগ্নচৈতন্যের৷ আবার বাস্তবতারও কবি৷

টোমাস ট্রানশট্রোমারছবি: dapd

প্রতীক, ছিন্নছবি আর মগ্নচৈতন্য৷ এই তিন তাঁর কবিতার বিষয়৷ তিনি টোমাস ট্রানশট্রোমার৷ সুইডেনের রাজধানী স্টকহোমেই জন্ম, ১৯৩১ সালের ১৫ এপ্রিল তারিখে৷ বাস করেন সেই শহরেই আজও৷ নোবেল কমিটি বৃহস্পতিবার একটু সময় বেশি নিয়েছে সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করতে৷ কিন্তু শেষ পর্যন্ত এসেছে এই কবিরই নাম, নোবেল পুরস্কারের ঘোষণায় যাঁর কাব্য প্রসঙ্গে বলা হয়েছে, এই কবি শেষ পর্যন্ত কিন্তু বাস্তবতাকে ছুঁয়ে থাকতে জানেন৷

‘আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে, স্বপ্ন নয়, সত্য নয়, শুধু এক বোধ কাজ করে / আমি তারে পারিনা এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব চিন্তা প্রার্থনার সকল সময় / শূণ্য মনে হয়, শূণ্য মনে হয়... এ পংক্তিক'টি আমাদের সুররিয়াল কবি জীবনানন্দ দাসের৷ সেই জীবনানন্দ, যিনি বাংলাভাষায় প্রথম বোধহয় বোধের জরাজটিল অরণ্যে পদচারণা করেছিলেন৷ তাঁর আগে এইভাবে মগ্নচৈতন্যকে তুলে ধরার চেষ্টা সেভাবে বাংলায় দেখা যায়নি৷

১৯৯০ সালে হৃদযন্ত্রের সমস্যায় আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হন কবি ট্রানশট্রোমারছবি: picture-alliance/dpa

একথা সত্য যে, মানবমননের গভীরে যে বোধ কাজ করে, তাকে সব সময়েই ব্যাখ্যা করে গেছেন কবিরা৷ সালভাদোর দালি গত শতকের বিশের দশকে সুররিয়ালিজমের কথা প্রথম বোঝাতে পারেন৷ যাতে ভেঙে যায়, সময় আর বাস্তবতার আর জায়গার ভাবনাচিন্তা গুলি৷ মিলেমিশে যায় চেতন আমাদের অবচেতনের সঙ্গে৷

টোমাস ট্রানশট্রোমার সেই সুররিয়ালিজমেরই কবি৷ বয়স তাঁর আশি ছুঁয়েছে৷ নোবেল কমিটি আজকে নয়, বেশ কয়েক বছর ধরেই তাঁর নাম ভাবনাচিন্তা করেছে, কিন্তু তাঁকে পুরস্কৃত করাটা এই প্রথমবারই ঘটল৷ স্ক্যানিনেভিয় কবিদের মধ্যে টোমাস ট্রানশট্রোমারের নামটি গভীর শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হয়ে থাকে৷ সত্তরের দশকে প্রকাশিত এই কবির একখানা কাব্যগ্রন্থ, নাম তার ‘উইন্ডোজ অ্যান্ড স্টোনস', আজও অনেক পাঠকের কাছে মধুর স্মৃতি৷ যে কাব্যগ্রন্থে উঠে এসেছে বাল্টিক সাগরের কূলে তাঁর বহুধা ভ্রমণের অপরূপ সব অনুভব৷

বিশ্বের অন্তত ৫০টি ভাষায় অনূদিত হয়েছে টোমাস ট্রানশট্রোমারের কবিতাগ্রন্থগুলি৷ বিশেষ করে ল্যাটিন অ্যামেরিকার কবিদের ওপর তাঁর রচনার প্রভাব রীতিমত স্বীকৃত সত্য৷

১৯৯০ সালে  হৃদযন্ত্রের সমস্যায় আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হন কবি ট্রানশট্রোমার৷ বাকশক্তিও চলে যায় তাঁর৷ কিন্তু সৃজনশীলতা থেমে যায়নি৷ কবিতা লিখছেন আজও৷ ২০০৪ সালেই প্রকাশিত হয়েছে তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ, ‘দ্য গ্রেট এনিগমা'৷ অবশেষে এক অর্থে কবি তাঁর স্বীকৃতি পেলেন স্বদেশেরই বিশ্বসেরা পুরস্কারে৷ স্টকহোমেই ঘোষিত হল পুরস্কার৷ পুরস্কৃত হলেন সেই শহরের পুরোধা কবি৷ এবার তাঁর কথা আরও ভালো করে শোনার জন্য প্রস্তুতি নেবে গোটা বিশ্ব৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ