1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগের ভূমিকা

২৯ ফেব্রুয়ারি ২০১২

ব্লগ এখন শুধু বিকল্প গণমাধ্যমই নয়৷ এটি এখন বিভিন্ন ধারার নেশা ও পেশার সাথে জড়িত মানুষদেরকেও একই সুতায় বাঁধার অন্যতম মাধ্যম৷ সাহিত্যের বিকাশেও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা৷ এমনটিই মনে করেন বিশিষ্ট ব্লগার জামান আরশাদ৷

ছবি: Zaman Arshed

এবারের একুশে বইমেলায় ব্লগারস ফোরাম থেকে ব্লগারদের নির্বাচিত একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে৷ শিরোনাম ‘নীড় পদাবলী'৷ এটি সম্পাদনা করেছেন ব্লগার ও কবি জামান আরশাদ৷ এতে তাঁর নিজের দশটি কবিতা রয়েছে৷ তবে কবিতার জগতে তাঁর বিচরণ এই প্রথম নয়৷ এর আগে তাঁর একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালে৷

আশির দশকে জামান আরশাদের লেখালেখির শুরু৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর কবিতায় মূলত দেশপ্রেম, দ্রোহ, মানবিক প্রেম - এসব বিষয় বেশি করে উঠে আসে৷ গদ্য এবং ছন্দ উভয় ধারায় কবিতা লেখেন তিনি৷ তবে গদ্য ধারায় কবিতা লিখতেই বেশি পছন্দ করেন৷ এছাড়া তাঁর কবিতায় অপ্রচলিত শব্দের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়৷

বিগত কয়েক বছরে বাংলা ব্লগের প্রভূত উন্নতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন জামান আরশাদ৷ এছাড়া কবিতা, গল্প, প্রবন্ধ এবং উপন্যাসসহ সাহিত্যের বিভিন্ন ধারার বিকাশে ব্লগিং জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি৷ এমনকি মূল ধারার অনেক লেখকের কাজের চেয়ে ব্লগিং জগতের কিছু সাহিত্য কর্ম গুণগত দিক থেকে বেশি উন্নত বলে মন্তব্য জামান আরশাদের৷

এবারের বইমেলা ঘুরে তাঁর অনুভূতিটা বেশ ভিন্ন ধরণের৷ তাঁর ভাষায়, ‘‘অন্যান্য বছর বইমেলায় সাধারণত শুধু একুশে ফেব্রুয়ারিতে যাওয়া হতো৷ কিন্তু এবার যেহেতু আমি নিজেই একটি কাব্য সংকলন সম্পাদনা করেছি৷ এতে আমার নিজের কবিতাও রয়েছে৷ এছাড়া ব্লগারস ফোরামের ত্রৈমাসিক সাহিত্যপত্র ‘শব্দতরী' যেহেতু বইমেলায় ছিল, তাই এবারের বইমেলায় আমি অনেক বেশি গিয়েছি এবং এর সাথে নিজের একটা দৃঢ় যোগসূত্র খুঁজে পেয়েছি৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ