1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহেল থেকে সেনা ফেরাচ্ছে ফ্রান্স

১২ জুন ২০২১

পশ্চিম আফ্রিকার সাহেল থেকে সেনা ফিরিয়ে নিচ্ছেন মাক্রোঁ। ২০১৩ সাল থেকে সেখানে ফরাসি সেনা ইসলামিক উগ্রপন্থিদের সঙ্গে লড়াই চালাচ্ছিল।

মালি
ছবি: Frederic Petry/Hans Lucas/picture alliance

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, আফ্রিকার সাহেল অঞ্চলে আট বছর ধরে চলা সামরিক অপারেশন বন্ধ করা হচ্ছে। দ্রুত সেখান থেকে ফরাসি সৈন্য ফিরিয়ে আনা হবে। আফ্রিকার মালির একটি অঞ্চল সাহেল। ২০১৩ সাল থেকে সেখানে ইসলামিক উগ্রপন্থিদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ফ্রান্স।

মালির এক মেয়রের গল্প

06:01

This browser does not support the video element.

বৃহস্পতিবার মাঁক্রো সাংবাদিক বৈঠক করে জানান, দীর্ঘদিন ধরে আফ্রিকার এই অঞ্চল সন্ত্রাসীদের এপিসেন্টার হয়ে উঠেছে। ফ্রান্স সন্ত্রাসীদের সঙ্গে অনেকদিন লড়াই করেছে। কিন্তু আর সম্ভব নয়। সেনা এবার ফিরিয়ে নিতেই হবে। ফলে মাঝপথেই অপারেশন বন্ধ করা হচ্ছে।

এ দিন মালির সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মাক্রোঁ। দাবি করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মালি ফ্রান্সকে কোনোরকম সাহায্য করেনি। যে দেশের সমস্যা, তারাই যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, তাহলে ফ্রান্সের পক্ষে একা লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মাঁক্রো জানান।

স্থানীয় সরকার এবং সেনাকে সাহায্য করার জন্য কি আরো কিছুদিন সেখানে ফরাসি সেনা থাকবে? সাংবাদিকদের এই প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মাক্রোঁ। তবে জানিয়েছেন, কবে সেনা ফেরানো হবে, সেই টাইমলাইন এখনো তৈরি হয়নি। তবে কাজটি দ্রুত করা হবে বলে তিনি জানিয়েছেন।

ফ্রান্সের পাঁচ হাজার ১০০ সেনা আছে সাহেলে। জার্মানির সেনা আছে ৪৫০ জন। এছাড়াও বিশ্বের আরো বেশ কিছু দেশের সেনা আছে সেখানে। ফ্রান্স সেনা সরিয়ে নিলে বাকি দেশগুলি কী করবে, তা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় মালি ছিল ফরাসি কলোনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ