1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় ১৪৫৩

২ মার্চ ২০১২

বর্তমান দুনিয়ায় তুরস্কের অর্থনৈতিক অবস্থা যথেষ্টই সবল৷ আঞ্চলিক কূটনৈতিক শক্তিও বেশ জোরদার৷ রাষ্ট্রের এই সুন্দর সময়টিতেই দেশের গৌরবোজ্জ্বল প্রাচীন ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে মহাকাব্যিক এক সিনেমা৷

ছবি: picture-alliance/ dpa

তুর্কি ভাষায় সিনেমাটির নাম ‘ফেতি ১৪৫৩'৷ যাকে আমরা বাংলায় বলতে পারি ‘বিজয় ১৪৫৩'৷ প্রায় এক কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ করে ছবিটি বানিয়েছেন পরিচালক ফারুক আকসয়৷ তুরস্কের সিনেমার ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল ছবি৷

গত দু'সপ্তাহ আগে মুক্তি পায় ছবিটি৷ আর এর পর থেকেই তুরস্কের বক্স অফিসের পুরোনো সব রেকর্ড ভেঙে সুপার-ডুপার হিট হয়েছে ছবিটি৷ শুধু তুরস্ক নয়, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ছবিটির প্রদর্শনী চলছে৷ আর এ মাসেই মধ্যপ্রাচ্যেও এর প্রদর্শনী শুরু হবে বলে জানিয়েছেন এর প্রযোজক৷

বিশ্ব-চলচ্চিত্র অঙ্গনে তুরস্কের সিনেমা নিয়ে কোনো আগ্রহ নেই বলে যে খেদ ছিলো, মনে হচ্ছে সে দুঃখও ঘুচিয়ে দেবে ‘বিজয় ১৪৫৩'৷

জগত জুড়ে সাড়া ফেলা সিনেমা ‘ট্রয়' বা গ্রিকদের ঐতিহ্য তুলে ধরা ছবি ‘থ্রি হান্ড্রেড'-এর মতোই স্বদেশের বীরত্ব গাথা বর্ণনা করেছে ‘বিজয় ১৪৫৩'৷ তরবারি যুদ্ধ, কামান, রক্ত, সব যেন বাস্তব হয়ে উঠেছে ক্যামেরার ভাষায়৷

ছবির মূল চরিত্র অটোমান সম্রাট সুলতান দ্বিতীয় মেহমেত, যাকে আজও জাতীয় আদর্শ হিসেবে গণ্য করা হয়৷ তিনি ১৪৫৩ সালে বিরাট এক যুদ্ধের মধ্য দিয়ে পরাজিত করেন সে সময়কার বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ শাসক কনস্টানটাইন'কে৷ এই যুদ্ধ ছিলো মূলত সাম্রাজ্য, শক্তি আর ইসলাম ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের লড়াই৷ সেই যুদ্ধে মুসলিম সম্রাট সুলতান মেহমেত বিজয়ী হবার পর পরাজিত খ্রীস্টান নাগরিকদের ওপর জুলুম করেন নি তিনি৷ এমনকি যে যার ধর্ম পালনে স্বাধীন বলেও ঘোষণা করেন রাজা৷

‘বিজয় ১৪৫৩' সিনেমাটি তাই শুধু সুলতান মেহমেত'এর ক্যারিশমা, বীরত্ব আর সাহসের বয়ানই নয়, এটিতে উজ্জ্বল করে তোলা হয়েছে প্রাচীন তুরস্কের পরমত সহিষ্ণুতার কথাও৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ