সিংহ, সিংহী ও তাদের ছানারা ভয়ে ছোটাছুটি করছে আর তাদের তাড়া করছে দু’টি মোটর সাইকেল৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওটি বেশ ক'দিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে৷
বিজ্ঞাপন
ভারতের গুজরাটের গির ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির কাছে আমরেলির কোনো এক জায়গায় ভিডিওটি ধারণা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ এতে দেখা যায়, চার ব্যক্তি মজা করতে দু'টি মোটর সাইকেল নিয়ে সিংহদের তাড়া করছেন৷ এক মিনিটেরও কম সময়ের এই ভিডিও নিয়ে মূলধারার গণমাধ্যমেও প্রতিবেদন প্রচারিত হয়েছে৷
ভারতেপ্রাণী অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বলছেন, গুজরাটে এমন ঘটনা বিরল নয় এবং বন বিভাগের অদক্ষতার জন্যই দিনের পর দিন এসব ঘটছে৷
অবশ্য এরই মধ্যে ভিডিওতে দেখা যাওয়া নাম্বার প্লেটের সূত্র ধরে চার মোটরবাইক আরোহীকে আটক করা হয়েছে৷
গত জুনেও একই ধরনের আরেকটি ভিডিও প্রচারিত হয়েছিল, যেখানে কেবল মজা করার জন্য একদল লোক গাড়ি নিয়ে এক সিংহ শাবককে ধাওয়া করছিল৷
আরএন/এসিবি
রাস্তায় নেমে এসেছে বাঘ, সিংহ, ভালুক, জলহস্তী
প্রবল বর্ষণে বন্যা এবং সেই বন্যায় জর্জিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ চিড়িয়াখানা থেকে অনেক হিংস্র প্রাণী বেরিয়ে এসেছে রাস্তায়৷ বাধ্য হয়ে নাগরিকদের ঘরেই থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপৃক্ষ৷
ছবি: Reuters/B. Gulashvili
মানুষ গৃহবন্দি, হিংস্র প্রাণীরা বাইরে
প্রবল বর্ষণে জনদুর্ভোগ চরমে উঠেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়৷ বিশেষ করে জর্জিয়ার রাজধানী টিবিলিসি-তে তো ভয়বহ অবস্থা৷ শহরের একটি চিড়িয়াখানার মূল ফটক এবং প্রাণীদের খাঁচা ভেঙে গেছে পানির তোড়ে৷ সুযোগ পেয়ে বাইরে বেরিয়ে এসেছে অসংখ্য প্রাণী৷
ছবি: Reuters/B. Gulashvili
প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি
বন্যায় এ পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন৷ মৃতদের মধ্যে চিড়িয়াখানার ৩ কর্মীও আছেন বলে জানা গেছে৷ তবে তাঁদের মৃত্যু হিংস্র প্রাণীদের আক্রমণের কারণে হয়েছে কিনা তা এখনো জানা যায়নি৷ এছাড়া চিড়িয়াখানা থেকে ঠিক কতগুলো প্রাণী বেরিয়েছে তা-ও এখনো অজ্ঞাত৷
ছবি: Reuters/I. Gedenidze
কাবু জলহস্তী
শুরু হয়েছে প্রাণীদের চিড়িয়াখানায় ফেরানোর চেষ্টা৷ রবিবার একটি জলহস্তীকে এভাবে ঘুম পাড়ানোর ওষুধ ভরা বন্দুক ব্যবহার করে প্রথমে অজ্ঞান করা হয়, তারপর নিয়ে যাওয়া হয় চিড়িয়াখানায়৷
ছবি: Reuters/B. Gulashvili
জানালায় ভালুক
শহরের এক বাসার জানালায় চড়ে বসেছে ভালুক৷ শহরের কোথায় কোন প্রাণী কী অবস্থায় আছে তা দেখার জন্য আকাশে ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টার৷
ছবি: Reuters/Georgian Prime Minister`s Office/B. Gulashvili
রাস্তায় সাঁতার
টিবিলিসি-র রাস্তাগুলো এখন প্রায় নদীর মতো৷ একটি ভালুক তাই দিব্যি সাঁতরে চলেছে৷
ছবি: Reuters/Georgian Prime Minister`s Office/B. Gulashvili
সব লণ্ডভণ্ড
পানির তোড়ে উল্টে গেছে গাড়ি, সর্বত্র ছড়িয়ে পড়েছে আবর্জনা আর কাদা৷
ছবি: Reuters/I. Gedenidze
এ কোন শহর!
বন্যায় জর্জিয়ার বেশ বড় একটা অংশের এখন এই অবস্থা৷ ছবিটি যে যুক্তরাষ্ট্রের মতো দেশের একটি শহরের না জানালে কে বলতে পারবে!