1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিংহ পরিবারকে উত্যক্ত করায় চারজন আটক

১৪ নভেম্বর ২০১৭

সিংহ, সিংহী ও তাদের ছানারা ভয়ে ছোটাছুটি করছে আর তাদের তাড়া করছে দু’টি মোটর সাইকেল৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওটি বেশ ক'দিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে৷

ছবি: FARS

ভারতের গুজরাটের গির ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির কাছে আমরেলির কোনো এক জায়গায় ভিডিওটি ধারণা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ এতে দেখা যায়, চার ব্যক্তি মজা করতে দু'টি মোটর সাইকেল নিয়ে সিংহদের তাড়া করছেন৷ এক মিনিটেরও কম সময়ের এই ভিডিও নিয়ে মূলধারার গণমাধ্যমেও প্রতিবেদন প্রচারিত হয়েছে৷

ভারতেপ্রাণী অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বলছেন, গুজরাটে এমন ঘটনা বিরল নয় এবং বন বিভাগের অদক্ষতার জন্যই দিনের পর দিন এসব ঘটছে৷

অবশ্য এরই মধ্যে ভিডিওতে দেখা যাওয়া নাম্বার প্লেটের সূত্র ধরে চার মোটরবাইক আরোহীকে আটক করা হয়েছে৷

গত জুনেও একই ধরনের আরেকটি ভিডিও প্রচারিত হয়েছিল, যেখানে কেবল মজা করার জন্য একদল লোক গাড়ি নিয়ে এক সিংহ শাবককে ধাওয়া করছিল৷ 

আরএন/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ