1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা জিয়া?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৭ অক্টোবর ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিএনপির সঙ্গে সংলাপের সময় জিয়াউর রহমানকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন৷ এ নিয়ে বিতর্ক চললেও বিশ্লেষকরা ঘটনাটি দেখছেন সিইসির কৌশল হিসেবে৷

Ziaur Rahman
ছবি: imago stock&people

রবিবার নির্বাচন কমিশনে সংলাপের সময় সিইসি বলেন, ‘‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়৷ তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন৷ এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে৷ ১৯৭৯ সালের নির্বাচনে সব দল অংশ নেয়৷ তাতে বিএনপি ক্ষমতা গ্রহণ করে৷''

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, ‘‘জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে সিইসি ইতিহাসের সত্যকেই স্বীকার করছেন৷ তিনি  খালেদা জিয়াকে বিশ্বের প্রথম মুসলিমনারী প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছেন৷ তিনি বলেছেন, বিএনপি তার শাসনামলে অনেক ভালো কাজ করেছে৷ সিইসি ইতিহাসের যে সত্য উচ্চারণ করেছেন, বর্তমানে তা অনেকে অস্বীকার করতে চান৷''

বদিউল আলম মজুমদার

This browser does not support the audio element.

সিইসি এ কথা বলে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান৷ প্রধানমন্ত্রী একটি পলিটিক্যাল প্রতিষ্ঠান৷ সেখানে রাজনীতির বাইরে কথা হবে – সেটা যাঁরা বলেন তাঁরা ভণ্ডামি করেন৷''

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সিইসি কী উদ্দেশ্যে এ কথা বলেছেন তা তিনিই ভাল বলতে পারবেন৷ তবে তাঁর এই কথা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়৷ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এটা একটা হাস্যকর কথা৷''

মাহবুব উল আলম হানিফ

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘জিয়াউর রহমান অবৈধভাবে বন্দুকের নলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন৷ অবৈধভাবে ক্ষমতা দখলকারি গণতন্ত্র দিতে পারে, এটা কোনো কথা হতে পারেনা৷ তিনি কারচুপির মাধ্যমে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন৷ তিনি কীভাবে গণতন্ত্র দেবেন৷ আর তিনি বলতেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস৷ যিনি রাজনীতিকে জটিল এবং কুটিল করতে চান তার হাতে কীভাবে গণতন্ত্র প্রচলন হয়৷''

এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের মঙ্গলবার বলেন, ‘‘সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা ইতিহাস ও রাজনীতি চর্চা করবেন না৷ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা৷ কিন্তু আমি বলতে চাই, জিয়াউর রহমান সামরিকতন্ত্রের প্রবক্তা৷''

তবে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘জিয়াউর রহমানের প্রশংসার বিষয়টি বিএনপিকে নির্বাচনে আনতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কৌশল হতে পারে৷ বিএনপি এখন খুশি৷ এই ভাবটা যেন নির্বাচন পর্যন্ত বজায় থাকে৷''

শামসুজ্জামান দুদু

This browser does not support the audio element.

সুশাসনের জন্য নাগরিক-এর প্রধান ড. বদিউল আলম মজুমদারের মতও একই ধরণের৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে৷ কিন্তু আমিতো দোষের কিছু দেখিনা৷ সিইসি চাইছেন সবার সঙ্গে একটা ভাল যোগাযোগ রাখতে৷ আলোচনাটা চালিয়ে যেতে৷ এটা তাঁর একটা কৌশল৷ উনি (সিইসি) একটা ইতিবাচক আবহ তৈরি করতে চেয়েছেন৷ একটা ভাল পরিবেশে সবার সঙ্গে কথা বলতে চাইছেন৷''

তবে সিইসি'র ওই বক্তব্যের প্রতিবাদ করে সোমবার কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী সংলাপের মাঝখানে বয়কট করেন এবং সিইসি'র পদত্যাগ দাবি করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ