1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিএমএইচ এ নিয়ে যাওয়া হলো আজম খানকে

২ জুন ২০১১

পপগুরু আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে৷

ছবি: Fotolia/Max Tactic

ক্যান্সার আক্রান্ত এই শিল্পীকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে ভর্তি করে নেওয়া হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে৷

স্কয়ার হাসপাতালে আজম খানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে আজম খানকে স্থানান্তরের সিদ্ধান্ত জানায় তার পরিবার৷ গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও টেলিভিশন উপস্থাপক হানিফ সংকেতও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান তিনি৷

শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় গত শুক্রবার থেকে সঙ্গীত শিল্পী আজম খানের অবস্থার আরো অবনতি ঘটে৷ সে দিন থেকেই তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়৷

ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান বলেন, তার ক্যান্সার এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিকিৎসকদের পক্ষে এখন আর তেমন কিছু করার নেই৷ আমরা শুধু তার কষ্ট লাঘবের চেষ্টা করতে পারি৷

চিকিৎসকরা জানিয়েছেন, সিএমএইচে রাখা হলে আজম খানের চিকিৎসার খরচ কিছুটা কমে আসতে পারে৷ এদিকে অসুস্থ এই শিল্পীকে দেখতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ সে সময়ই তার পরিবার আজম খানকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ করেন৷

ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন আজম খান৷ ২০১০ সালে তাঁর মুখগহ্বরের ক্যান্সার ধরা পড়ে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ