1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতই যেখানে স্মার্টফোন!

১১ আগস্ট ২০১৬

দেখতে রাবারের একটা রিং বা বালার মতো৷ কিন্তু ব্রেসলেটটা পরে হাতটা একটু ঘোরালে বা চাপ দিলে আপনার হাতের ত্বকের ওপর ভেসে উঠবে একটা স্মার্টফোন বা ট্যাবলেটের পর্দা৷ তারপর আর কী? সেই পর্দায় বিভিন্ন ‘বাটন' টিপে শুরু করে দিন কাজ৷

‘সিক্রেট ব্রেসলেট' ওয়েবসাইটের স্ক্রিনশট
ছবি: Cicret

নিজের ত্বকেই নিজস্ব ‘টাচস্ক্রিন'৷ প্রোজেক্টারে ছবি দেখতে যেমন লাগে, অনেকটা তেমন৷ আর সেই স্ক্রিনে হালকা স্পর্শ করলেই জীবন্ত হয়ে উঠবে আপনার ভার্চুয়াল জগত৷ ই-মেল পড়া, গেম খেলা, আবহাওয়া সম্পর্কে জানা, ন্যাভিগেশন অ্যাপ চালানো, এমনকি টেলিফোনও করতে পারবেন আপনি৷ যেভাবে খুশি সেভাবেই নিজের হাতটাকে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র এই সিক্রেট ব্রেসলেট পরা কব্জিটাকে ঘুরিয়ে !

অবাক করা ব্যপার, তাই না? অথচ এই অভিনব ব্রেসলেটটি নাকি তৈরি হয়েছে মাত্র ছ'মাসের গবেষণায়৷ এতে রয়েছে ছোট্ট একটা প্রোজেক্টার এবং আটটি সেন্সর, যা কব্জি থেকে কনুইয়ের মাঝের অংশে দেখা যায়৷ পর্দায় আলতো হাতের ছোঁয়ায় আপনি যখন আপনার পছন্দের কাজগুলো করবেন, সেগুলোই ঐ সেন্সরগুলোতে ধরা পড়বে৷ আর তার মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রিত হবে৷

এছাড়াও এই সিক্রেট ব্রেসলেট-এ থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়াইফাই ও ব্লুটুথ৷ ১৬ এবং ৩২ গিগাবাইট ডেটা সমৃদ্ধ এই ব্রেসলেট নাকি আর মাত্র এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে চলে আসবে৷ দাম হবে ৪০০ মার্কিন ডলারের মতো৷

ডিজি/এসবি

বন্ধু, বিশ্বাস হয় এমন এক ব্রেসলেটের অস্তিত্ব? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ